ভারতীয় স্পিন সামলে প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ
২২ নভেম্বর ২০২৫
আশি রানের জুটি হয়েছে দুটি। শুরুর চার ব্যাটারের সবাই পেয়েছেন তিরিশের ছোঁয়াও। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে এখনও ফিফটির দেখা পায়নি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার। ভারতের স্পিন সামলে সফরকারীরা প্রথম দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে।
শনিবার ভারতের নতুন ভেন্যু হিসেবে গুয়াহাটিতে শুরু হওয়া ম্যাচের প্রথম দিনের খেলা আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে শেষ হয়। সেনুরান মুথুস্যামি ২৫ ও কাইল ভেরেইনা ১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত শহরটিতে এই মৌসুমে প্রাকৃতিক আলোর সীমাবদ্ধতার কারণে এই টেস্টে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে নেওয়া হবে চা বিরতি। দ্বিতীয় সেশন শেষে নেওয়া হবে মধ্যাহ্ন ভোজের বিরতি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয় দক্ষিণ আফ্রিকার। এইডেন মারক্রাম ও রায়ান রিকেলটনের উদ্বোধনী জুটি থেকে আসে ৮২ রান। তবে এরপরই ঘটে ছন্দপতন। মারক্রামকে (৩৮) বোল্ড করে যশপ্রীত বুমরাহ এই জুটি ভাঙার পরের ওভারেই রিকেলটনকে (৩৫) ফেরান কুলদীপ যাদব।
চা বিরতির পর ট্রিস্ট্যান স্টাবসকে নিয়ে সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে এবার সে পথে বাধা হয়ে দাঁড়ান রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এই স্পিনার ৪১ রান করা প্রোটিয়া অধিনায়ককে তুলে নিয়ে ভাঙেন তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটিটি। খানিকবাদে ৪৯ রান করা স্টাবসকে তুলে নেন কুলদীপ। ভিয়ান মুল্ডারকেও (১৩) ফেরান বাঁহাতি এই রিস্ট স্পিনার।
খেলা বন্ধ হওয়ার আগে টনি ডি জর্জিকে (২৮) তুলে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ। সেই ওভারের পঞ্চম বলের পর দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।















মন্তব্য করুন: