ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

২৩ নভেম্বর ২০২৫

ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে রান পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

সেনুরান মুথুস্যামির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আর টেল এন্ডারদের নিয়ে মার্কো ইয়েনসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করার ম্যাচে বিশাল সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। 

গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে রোববার দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ৪৮৯ রানে। ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত। আলোকস্বল্পতার কারণে এদিনও খেলা বন্ধ হয় প্রায় আধা ঘণ্টা আগে।

সাত নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো মুথুস্যামি করেন ১০৯ রান। বাঁহাতি এই ব্যাটার তার ২০৬ বলের ইনিংসটি সাজান ১০ চার ও ২ ছক্কায়। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটেই সেঞ্চুরির খুব কাছে ছিলেন ইয়েনসেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৯১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ডানহাতি এই ব্যাটার ফেরেন ৯৩ রান করে।

আগের দিন শুরুর চার ব্যাটার তিরিশের বেশি রান করলেও ফিফটির দেখা পাননি কেউই। ৬ উইকেটে ২৪৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা প্রোটিয়াদের হয়ে ম্যাচে প্রথম ফিফটি হাঁকান মুথুস্যামি। সপ্তম উইকেটে কাইল ভেরেইনার সঙ্গে তার জুটি থামাতে ভারতকে অপেক্ষা করতে হয় দ্বিতীয় সেশন পর্যন্ত। ভেরেইনাকে (৪৫) স্টাম্পিং করিয়ে ২৩৭ বলে ৮৮ রানের জুটিটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

এরপর ইয়েনসেনকে নিয়ে আগ্রাসী মেজাজে রান তুলতে থাকেন মুথুস্যামি। সেঞ্চুরি পূর্ণ করেন ১৯২ বলে। তাকে ফিরিয়ে অষ্টম উইকেটে ৯৭ রানের জুটি ভাঙেন মোহাম্মদ সিরাজ।

শেষ দুই উইকেটে সাইমন হারমার ও কেশব মহারাজকে নিয়ে দলের খাতায় আরও ৫৮ রান যোগ করেন ইয়েনসেন। তাকে বোল্ড করে প্রোটিয়াদের অলআউট করেন কুলদীপ যাদব। ইনিংসে মোট ৪ উইকেট নেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৬ ওভার ১ বল ব্যাট করেন লোকেশ রাহুল ও যশস্বী জয়সোয়াল।

মন্তব্য করুন: