ইংল্যান্ড সমর্থকদের আস্থা রাখতে বললেন ম্যাককালাম
২৪ নভেম্বর ২০২৫
দ্বিতীয় দিনেই পার্থে ৮ উইকেটের বড় হারে ইংল্যান্ডের অ্যাশেজ অভিযানের শুরুটাই হয়েছে ভয়াবহভাবে। এমন শুরুর পরও সমর্থকদের আস্থা না হারানোর আহ্বান জানিয়েছেন দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় হারে ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের আক্রমণাত্মক ব্যাটিং দর্শন “বাজবল” কঠোর সমালোচনার মুখে পড়েছে। ১৮৮৮ সালের পর সবচেয়ে কম ওভারে ফল হওয়া অ্যাশেজ টেস্টের লজ্জাজনক পরাজয় সঙ্গী হয়েছে তাদের।
ম্যাককালাম ব্রিটিশ গণমাধ্যমকে বলেন, “আস্থা ধরে রাখুন। কখনও আমরা এমনভাবে হারি যে দেখতে খুব বাজে লাগে। কিন্তু অনেক সময় এই মানসিকতাই আমাদের নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখতে সাহায্য করে যখন আমরা মাঠে নামি।”
“অনেক সময় আমরা ঠিকঠাক খেলতে পারি না। কিন্তু আমাদের যা বিশ্বাস, সেটার ওপর ভরসা রাখতে হবে। এটাই আমাদের সেরা সুযোগ দেয়। সিরিজে আমরা এখন ১-০ ব্যবধানে পিছিয়েছি বলে আমাদের বিশ্বাসের জায়গা বদলে যাবে না।”
“আমাদের শান্ত থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে এবং পরিকল্পনা করে সিরিজে ফেরার পথ খুঁজে নিতে হবে, আগেও যেমনটা করেছি।”
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ব্রিসবেনে শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।















মন্তব্য করুন: