ভারতকে হোয়াইটওয়াশ করার সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

২৪ নভেম্বর ২০২৫

ভারতকে হোয়াইটওয়াশ করার সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অষ্টম উইকেটে প্রতিরোধ গড়ে ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব। কিন্তু মার্কো ইয়েনসেনের পেস তোপে তা আর করতে পারেনি ভারত। তবে স্বাগতিকদের আবার ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ্য দেওয়ার দিকে এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের খেলা শেষে ৩১৪ রানে এগিয়ে আছে তারা।

সোমবার গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তুলে দিনের খেলা শেষ করে প্রোটিয়ারা। এর আগে ইয়েনসেনের ৬ উইকেট শিকারে নিজেদের প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যায় ভারত।

৯ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা যশস্বী জয়সোয়াল ও লোকেশ রাহুলের ব্যাটে ভালো শুরু পায়। রাহুলকে (২২) ফিরিয়ে ৬৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কেশব মহারাজ। ফিফটি হাঁকানোর পর ৫৮ রান করা জয়সোয়াল ফেরেন সাইমন হারমারের শিকার হয়ে। এরপরই ধস নামে ভারতের ইনিংসে।

প্রথম সেশন শেষ হওয়ার আগে সাই সুদর্শন (১৫) ও ধ্রুব জুরেলকে (০) হারায় তারা। জুরেলকে ফিরিয়ে নিজের প্রথম শিকার ধরেন ইয়েনসেন। বিরতির পর প্রথম ওভারেই আঘাত হানেন বাঁহাতি এই পেসার। তুলে নেন এই ম্যাচের অধিনায়ক রিশাভ পান্তকে (৭)। এরপর রবীন্দ্র জাদেজা (৬) ও নিতিশ কুমার রেড্ডিকেও ফেরান তিনি।

২০ রানের ভেতর ৫ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়া ভারতকে টেনে তুলতে শুরু করেন সুন্দর ও কুলদীপ। অষ্টম উইকেটে ২০৮ বল খেলে দলের খাতায় তারা ৭২ রান যোগ করেন। ৪৮ রান করা সুন্দরকে ফিরিয়ে এই প্রতিরোধ ভাঙেন হারমার। এরপর ১৩৪ বলে ১৯ রান করা কুলদীপকে তুলে নেন ইয়েনসেন। ইনিংসে ভারতের একমাত্র ব্যাটার হিসেবে একশর বেশি বল খেলেন ৯ নম্বরে নামা কুলদীপ। যশপ্রীত বুমরাহকে (৫) কট বিহাইন্ড করিয়ে ভারতে ইনিংসের ইতি টানেন ইয়েনসেন।

২৮৮ রানে এগিয়ে থেকেও ভারতকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমে আলোকস্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮ ওভার ব্যাটিং করেন এইডেন মারক্রাম (১২*) ও রায়ান রিকেলটন (১৩*)।

মন্তব্য করুন: