৫৪৯ রানের লক্ষ্য তাড়ায় ভারতের নেই ২ উইকেট

২৫ নভেম্বর ২০২৫

৫৪৯ রানের লক্ষ্য তাড়ায় ভারতের নেই ২ উইকেট

ভারতকে হোয়াইটওয়াশড করার অভিযানে চতুর্থ দিন ট্রিস্ট্যান স্টাবসের ব্যাটে দক্ষিণ আফ্রিকা গড়েছে ভারতের মাটিতে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ লিডের রেকর্ড। পাহাড়সম লক্ষ্য তাড়ায় দুই ওপেনারকে হারিয়ে দারুণ চাপে আছে স্বাগতিকরা।

মঙ্গলবার গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে উইকেটে ২৬০ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ৫৪৯ রানের লক্ষ্য তাড়ায় ২৭ রান তুলতে উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে ভারত।

প্রথম ইনিংস শেষে ২৮৮ রানে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৫৪৮ রানে এগিয়ে থেকে। এতদিন ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ইনিংস শেষে সর্বোচ্চ লিডের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০০৪ সালে নাগপুর টেস্টে ৫৪২ রানের লিড নিয়েছিল তারা।

রেকর্ড গড়া লিড নিতে বড় অবদান রাখেন স্টাবস। প্রথম ইনিংসে ৪৯ রান করা ডানহাতি এই ব্যাটার এবার ফেরেন ৯৪ রান করে।

২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার রায়ান রিকেলটন এইডেন মারক্রাম। দিনের একাদশ ওভারে রিকেলটনকে (৩৪) ফিরিয়ে ৫৯ রানের এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। চা বিরতির আগেই মারক্রাম (২৯) অধিনায়ক টেম্বা বাভুমাকে () দ্রুত তুলে নিয়ে সফরকারীদের চাপে রাখার চেষ্টা করে ভারত।

কিন্তু চতুর্থ উইকেটে টনি ডি জর্জিকে নিয়ে স্টাবসের শতরানের জুটিতে তা কাটিয়ে ওঠে প্রোটিয়ারা। ডি জর্জিকে (৪৯) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ১০১ রানের জুটি ভাঙেন জাদেজা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্রুত রান তুলতে থাকেন স্টাবস ভিয়ান মুল্ডার। তবে স্টাবসকে বোল্ড করে ৮২ রানের এই জুটি ভাঙেন জাদেজা। তখনই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। সপ্তম ওভারে যশস্বী জয়সোয়ালকে (১৩) কট বিহাইন্ড করিয়ে ১৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মার্কো ইয়েনসেন। তিন ওভার পর লোকেশ রাহুলকে () বোল্ড করেন সাইমন হারমার।

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সাই সুদর্শন নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ যাদব রানে অপরাজিত ছিলেন।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: