ভারতকে রেকর্ড হারের লজ্জা দিয়ে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

২৬ নভেম্বর ২০২৫

ভারতকে রেকর্ড হারের লজ্জা দিয়ে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ দিন বাকি কাজটুকু সারলেন স্পিনাররা। এতেই রানের হিসেবে ভারতকে তাদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইওয়াশড করেছে প্রোটিয়ারা। ৪০৮ রানের জয়ে ভারতের মাটিতে ২৫ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা।

বুধবার গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৫৪৯ রানের লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন ১৪০ রানে গুটিয়ে যায় ভারত।

এতদিন সাদা পোশাকের ক্রিকেটে রানের হিসেবে দেশটির সব বড় ব্যবধানে পরাজয়টি ছিল ৩৪২ রানের। ২০০৪ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেবার ৫৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল ভারত।

২০০০ সালে ভারতের মাটিতে সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। সেবারও স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়েছিল হানসি ক্রোনিয়ের দল।

অন্যদিকে চলতি এশিয়া সফরে টানা দুটি টেস্ট সিরিজেই প্রতিপক্ষকে হোয়াইওয়াশড করল দক্ষিণ আফ্রিকা। গত মাসে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা।

ঘরের মাঠে সবশেষ তিন টেস্ট সিরিজের দুটিতেই হোয়াইওয়াশড হলো ভারত। গত বছর অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজের সবকটিতে হেরেছিল দলটি।

দুর্দান্ত জয়ে ব্যাট-বলে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন মার্কো ইয়েনসেন। আর চার ইনিংসে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন সাইমন হারমার।

ফিল্ডার হিসেবে এক টেস্টে সর্বোচ্চ ৯ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন এইডেন মারক্রাম। ভেঙে দিয়েছেন ২০১৫ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের আজিঙ্কা রাহানের নেওয়া ৮ ক্যাচের রেকর্ড।

ম্যাচ বাঁচাতে ৮ উইকেট নিয়ে শেষ দিনের পুরোটা ব্যাটিং করতে লাগত ভারতকে। আর জয়ের জন্য করতে হতো আরও ৫২২ রান। কিন্তু স্বাগতিকদের ইনিংসের স্থায়িত্ব ছিল ৪৮ ওভার।

২ উইকেটে ২৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা ভারত ইনিংসে প্রথম আঘাত হানেন হারমার। নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদীপ যাদবকে (৫) বোল্ড করার দুই বল পর ধ্রুব জুরেলকেও তুলে নেন এই অফ স্পিনার। দ্রুত এই ম্যাচের অধিনায়ক রিশাভ পান্তকেও (১৩) তুলে নেন তিনি।

চা বিরতির পর প্রথম ওভারেই ১৩৯ বলে ১৪ রান সাই সুদর্শনকে ফিরিয়ে সফরকারীদের স্বস্তি দেন সেনুরান মুথুস্যামি। ওয়াশিংটন সুন্দরকে নিয়ে রবীন্দ্র জাদেজা প্রতিরোধের চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। সুন্দরকে (১৬) তুলে নিয়ে ইনিংসে নিজের পঞ্চম শিকার ধরেন হারমার। স্লিপে এই ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন মারক্রাম।

এরপর ১০ রানের ভেতর শেষ ৩ উইকেট হারিয়ে অলআউট হয় ভারত। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন জাদেজা। হারমার নেন ৬ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মুথুস্যামির ১০৯ ও ইয়েনসেনের ৯৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৮৯ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ইয়েনসেনের পেস তোপে নিজেদের প্রথম ২০১ রানে গুটিয়ে যায় ভারত। স্বাগতিকদের ফলোঅন না করিয়ে ২৮৮ রানে এগিয়ে থেকে আবার ব্যাটিংয়ে ভারতের মাটিতে তাদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৪৮ রানের লিড নেওয়ার রেকর্ড গড়ে প্রোটিয়ারা।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: