২ দিনে শেষ হওয়া পার্থ টেস্টের পিচকে আইসিসির সর্বোচ্চ রেটিং
২৭ নভেম্বর ২০২৫
পেসার দাপটের পর ব্যাট হাতে ট্র্যাভিস হেডের তাণ্ডবে দুই দিনেই শেষ হওয়া পার্থে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের পিচকে সর্বোচ্চ রেটিং দিয়েছে আইসিসি।
গত শনিবার মাত্র ৮৪৭ বলে শেষ হওয়া পার্থ টেস্টের ম্যাচ রেফারি অভিজ্ঞ রঞ্জন মাদুগালের আনুষ্ঠানিক প্রতিবেদনে পিচকে ‘খুব ভালো’ বলা হয়েছে।
পিচ নিয়ে আইসিসির যে চার স্তরের রেটিং পদ্ধতি আছে, সেখানে ‘খুব ভালো’ পিচ মানে যেখানে বলের ‘ক্যারি’ খুব ভালো, সিম মুভমেন্ট সীমিত, ম্যাচের শুরুতে বাউন্স ধারাবাহিক, যেটা ব্যাট ও বলের সুষম লড়াই নিশ্চিত করে।
গত শুক্রবার পার্থে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনই পতন হয় ১৯ উইকেট। দ্বিতীয় দিন পড়ে আরও ১৩ উইকেট। ম্যাচের প্রথম তিন ইনিংসেই দাপট ছিল পেস বোলারদের। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের ৭ উইকেট শিকারে ইংল্যান্ড অলআউট হয় ১৭২ রানে। এরপর ইংলিশ পেসারদের দাপটে অস্ট্রেলিয়া প্রথম দিন শেষ করে ৯ উইকেটে ১২৩ রান নিয়ে। ৬ ওভারের স্পেলে ৫ উইকেট নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।
পরদিন এক পর্যায়ে ৯ উইকেট হাতে থাকা ইংল্যান্ড এগিয়ে ছিল ১০৫ রানে। কিন্তু অজি পেসারদের আগুন ঝরানো বোলিংয়ে সফরকারীরা গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। পিচ বিবেচনায় তখনও এই লক্ষ্যকে বেশ কঠিনই মনে হচ্ছিল। কিন্তু উসমান খাজার পরিবর্তে ওপেনিংয়ে নেমে সব সমীকরণ বদলে দেন হেড। অ্যাশেজ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ৬৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ফেরেন ১২৩ রানে। ৮ উইকেট হাতে রেখে ২৮ ওভার ২ বলেই জিতে যায় অস্ট্রেলিয়া।
এরই সঙ্গে এটি হয়ে যায় অস্ট্রেলিয়াতে প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ততম ম্যাচ। আর অ্যাশেজের ১৩৭ বছরের ইতিহাসে বলের হিসেবে সবচেয়ে সংক্ষিপ্ততম ম্যাচও এটি।















মন্তব্য করুন: