ব্রিসবেনেও ফেরা হলো না কামিন্সের

২৮ নভেম্বর ২০২৫

ব্রিসবেনেও ফেরা হলো না কামিন্সের

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে না পারা প্যাট কামিন্স ছিলেন দ্বিতীয় টেস্টে ফেরার লড়াইয়ে। তবে ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচেও ফিরতে পারছেন ডানহাতি এই পেসার। নিয়মিত অধিনায়ককে ছাড়াই ম্যাচের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম টেস্টের দলে থাকা ১৪ সদস্যদের নিয়ে শুক্রবার অপরিবর্তিত দল ঘোষণা করে স্বাগতিকরা। দলে জায়গা হয়নি জশ হ্যাজেলউডের। সিরিজ শুরুর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যাওয়া এই পেসারের ব্রিসবেন টেস্টে ফেরার সম্ভাবনা এমনিতেও ছিল না।

শুক্রবার সিডনিতে বোলিং অনুশীলন করেন কামিন্স। সেখানে তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেওয়া স্টিভ স্মিথকে বোলিং করেন। পার্থের মতো দলের সঙ্গে ব্রিসবেনেও থাকবেন তিনি। আগামী সোমবার আবার বোলিং করার কথা রয়েছে ৩২ বছর বয়সী এই পেসারের।

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, কামিন্সকে দলে নেওয়ার সুযোগ থাকলেও নির্বাচকরা তাকে প্রস্তুতির জন্য আরও সময় দিতে চান। ফলে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক।

দলে জায়গা ধরে রেখেছেন পার্থে সিরিজের প্রথম টেস্টে পিঠের সমস্যার কারণে তেমন কোনো ভূমিকা না রাখতে পারা উসমান খাজা। দুই ইনিংসের একবারও ওপেনিংয়ে নামতে পারেননি তিনি। তার বদলে দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নেমে বিধ্বংসী শতক হাঁকিয়ে দলকে জেতানো ট্র্যাভিস হেডকে স্থায়ীভাবে ওপেনিংয়ে পাঠানোর ব্যাপারে মত দিয়েছেন অনেক সাবেক ক্রিকেটাররা।

আগামী বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হবে এবারের অ্যাশেজের একমাত্র দিবা-রাত্রির টেস্টটি।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল:

স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেইক ওয়েদারল্ড, বোউ ওয়েবস্টার।

মন্তব্য করুন: