ক্যারিবিয়ান পেস তোপে প্রথম দিনে ৯ উইকেট হারাল নিউ জিল্যান্ড

২ ডিসেম্বর ২০২৫

ক্যারিবিয়ান পেস তোপে প্রথম দিনে ৯ উইকেট হারাল নিউ জিল্যান্ড

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে ফিফটি হাঁকালেন কেইন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজ পেসারদের তোপে ইনিংস বড় করতে পারলেন না আর কেউ। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের খেলা উইকেটে ২৩১ রানে শেষ করেছে স্বাগতিকরা।

২০২৪ সালের ডিসেম্বরের পর সাদা পোশাকে নিউ জিল্যান্ডের জার্সিতে প্রত্যাবর্তনের ম্যাচের প্রথম ইনিংসে ৫২ রান করেন উইলিয়ামসন।

হ্যাগলি ওভালে মেঘলাচ্ছন্ন আকাশের নিচে সবুজ পিচে টস হেরে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা ভালো হয়নি। ম্যাচের তৃতীয় বলেই ডেভন কনওয়েকে () তুলে নেন কেমার রোচ। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথাম উইলিয়ামসনের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

উইলিয়ামসনকে ফিরিয়ে ৯৩ রানের এই জুটি ভেঙে নিউ জিল্যান্ডের ব্যাটিং ধসের শুরুটা করেন জাস্টিন গ্রিভস। পরের ৫২ রানের ভেতর আরও উইকেট তুলে নেন ক্যারিবিয়ান পেসাররা। সপ্তম উইকেটে ন্যাথান স্মিথকে নিয়ে অর্ধশত রানের জুটি গড়ে দলকে দুইশ স্পর্শ করান মাইকেল ব্রেসওয়েল। স্মিথকে (২৩) ফিরিয়ে ৫২ রানের এই জুটি ভাঙেন রোস্টন চেইস। ৪৭ রান করা ব্রেসওয়েলকে ফেরান অভিষিক্ত পেসার অজ্যায় শিল্ডস।

আলোকস্বল্পতার কারণে ৭০ ওভার শেষে দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। দুটি করে উইকেট নিয়েছেন রোচ, গ্রিভস শিল্ডস।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add