শেষ টি-টুয়েন্টিতে একাদশে শামীম

২ ডিসেম্বর ২০২৫

শেষ টি-টুয়েন্টিতে একাদশে শামীম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন শামীম হোসেন পাটোয়ারী।

মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে টস হেরে আবারও আগে বল করবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস জানান, টসে জিতলে তিনি আগে ব্যাট করতেন।

শামীম ছাড়াও একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

সিরিজের জন্য ঘোষণা করা প্রথম দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছিলেন শামীম। পরে ব্যাপক সমালোচনার পর তৃতীয় ম্যাচের দলে ডাক পান বাঁহাতি এই ব্যাটার। তার বদলে সিরিজের দলে জায়গা পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন এক ম্যাচেও খেলার সুযোগ পাননি।

জাতীয় দলের জার্সিতে সবশেষ পাঁচ টি-টুয়েন্টি ইনিংসে মোট ৩৫ রান করেছেন শামীম, যার মধ্যে দুটিতেই তিনি ফেরেন শূন্য রানে।

তৃতীয় টি-টুয়েন্টির বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, ও মুস্তাফিজুর রহমান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add