বোলারদের নৈপুণ্যে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১১৮
২ ডিসেম্বর ২০২৫
পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে এই ম্যাচেও উড়ন্ত সূচনা পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু রানের লাগাম টেনে ধরতে খুব বেশি সময় নিলেন না বাংলাদেশ বোলাররা। স্পিনারদের নৈপুণ্যে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিততে ১১৮ রানের লক্ষ্য পেয়েছে লিটন দাসের দল।
মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে এক বল আগে ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশরা। প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান তোলা দলটি বাকি সময় তুলতে পারে ৬৬ রান।
একাদশে ফিরে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ। ৩ ওভারে ১১ রান দিয়ে মুস্তাফিজুর রহমানও নেন ৩ উইকেট।
আয়ারল্যান্ড ইনিংসের শেষ ৫ উইকেটের প্রতিটি ক্যাচই নেন তানজিদ হাসান তামিম। এরই সঙ্গে এক টি-টুয়েন্টিতে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ৫ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি। এতদিন এক ম্যাচে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ৩টি।
স্পিনারদের নৈপুণ্যে সফরকারীদের রানের লাগাম টেনে ধরলেও শুরুটা করেন পেসাররা। চতুর্থ ওভারের শেষ বলে টিমকে (১৭) বোল্ড করে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল ইসলাম। পাওয়ারপ্লের শেষ ওভারে বল হাতে নিয়ে হ্যারি টেক্টরকে (৫) বোল্ড করেন মুস্তাফিজ।
পাওয়ারপ্লে শেষ হতেই কমতে শুরু করে আইরিশদের রানের গতি। প্রথম বলে লরকান টাকারকে (১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শেখ মাহেদি হাসান। দশম ওভারের শেষ বলে দারুণ এক গুগলিতে কার্টিস ক্যাম্ফারকে (৯) বোল্ড করেন রিশাদ। নিজের পরের ওভারে চার হজমের পরের বলে অধিনায়ক পল স্টার্লিংকে (৩৮) তুলে নেন এই লেগ স্পিনার। নিজের শেষ ওভারে তিনি ফেরান গ্যারেথ ডেলানিকে (১০)। এই ব্যাটারের ক্যাচ নিয়ে ম্যাচে নিজের প্রথম ক্যাচ তালুবন্দি করেন তানজিদ।
৯৬ রানে ৬ উইকেট হারানো আইরিশদের লেজ গুটিয়ে দেন পেসাররা। ১৮তম ওভারে জোড়া আঘাত হানেন মুস্তাফিজ। শেষ দুই ওভারে একটি করে উইকেট নেন যথাক্রমে শরিফুল ও সাইফউদ্দিন।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: