ডাফির পেস তোপে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউ জিল্যান্ড

৩ ডিসেম্বর ২০২৫

ডাফির পেস তোপে দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউ জিল্যান্ড

দিনের শুরুতেই কোনো রান ছাড়াই নিউ জিল্যান্ডের ইনিংস গুটিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে টেগনারায়ণ চন্দ্রপল ও শাই হোপের ফিফটি ছাড়া কিউই পেস তোপে টিকে পারল না ক্যারিবিয়ানদের কেউই। শেষ বেলায় আবার ব্যাটিংয়ে নেমে ৯৬ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। হাতে আছে সব উইকেট।

বুধবার ক্রাইস্টচার্সে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩২ রান। এর আগে জ্যাকব ডাফির আগুন ঝরানো বোলিংয়ে ১৬৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০ রানে শেষ ৪ উইকেট হারায় তারা।

৯ উইকেটে ২৩১ রান নিয়ে দিনের খেলা শুরু করা কিউইদের ইনিংস শেষ হয় তৃতীয় বলে। জ্যাক ফোকসকে কট বিহাইন্ড করান জেইডেন সিলস।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ক্যারিবিয়ানদের। পেসারদের তোপে রান তুলতে হিমশিম খাওয়া সফরকারীরা ১১ ওভারের ভেতর ১০ রান তুলতে হারায় ২ উইকেট। তৃতীয় উইকেটে চন্দ্রপল ও হোপের জুটিতে শুরুর চাপ সামাল দেয় তারা।

৫৬ রান করা হোপকে ফিরিয়ে ৯০ রানের এই জুটি ভাঙেন ডাফি। এরপর ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। জোড়া আঘাতে চার বলের ভেতর অধিনায়ক রোস্টন চেইস ও জাস্টিন গ্রিভকে শূন্য রানে ফেরান ম্যাট হেনরি। একপ্রান্ত আগলে রেখে ৫২ রান করা চন্দ্রপলকে তুলে নেন ফোকস।

এরপর দুই ওভারে দুটি করে উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেন ডাফি। ৩৪ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।

৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ডের হয়ে কোনো বিপদ ছাড়া দিনের খেলা শেষ করেন টম ল্যাথাম (১৪*) ও ডেভন কনওয়ে (১৫*)।

মন্তব্য করুন: