ব্রিসবেন টেস্টেই ফিরতে পারেন কামিন্স

৩ ডিসেম্বর ২০২৫

ব্রিসবেন টেস্টেই ফিরতে পারেন কামিন্স

সাধারণত টেস্ট ম্যাচ শুরুর আগের দিনই একাদশ ঘোষণা করে থাকে অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার ব্রিসবেনে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশ এখনও দেয়নি স্বাগতিকরা। এতেই শুরু হয়েছে দিবা-রাত্রির এই ম্যাচ দিয়েই মাঠে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের মাঠে ফেরা নিয়ে গুঞ্জন।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কামিন্সের অবর্তমানে দলকে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ জানান, গ্যাবার পিচ দেখে স্থানীয় সময় বিকেলে একাদশ ঠিক করবে তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

অন্যদিকে স্কাই স্পোর্টসকে ধারাভাষ্যকার ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন জানান, ম্যাচের দিন টস করতে কামিন্সকে দেখা যেতে পারে।

চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে যাওয়া ওপেনার উসমান খাজা ছিটকে যাওয়ায় তার বদলে একাদশে আসার দৌড়ে এগিয়ে আছেন জশ ইংলিস। আবারও ওপেনিংয়ে দেখা যেতে পারে ট্র্যাভিস হেডকে। তবে বিষয়ে কিছুই নিশ্চিত করে জানাননি স্মিথ।

আমরা অপেক্ষা করব এবং উইকেট কেমন তা দেখব। এরপর আমরা ম্যাচের একাদশ ঠিক করব।

গত শুক্রবার ব্রিসবেন টেস্টের জন্য ঘোষণা করা অস্ট্রেলিয়া দলে ছিলেন না কামিন্স। তবে ম্যাচ থেকে আনুষ্ঠানিকভাবে বাদও দেওয়া হয়নি তাকে। পিঠের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ডানহাতি এই পেসার অনুশীলনে দারুণভাবে বোলিংও করেছেন।

কামিন্স প্রসঙ্গে সাংবাদিকদের স্মিথ বলেন, “সে (কামিন্স) নেটে যেভাবে বল করেছে আমার কাছে তাকে বেশ ভালোই মনে হয়েছে। অবশ্যই ম্যাচে ভিন্ন ধরনের মাত্রা থাকা। তবে সে ভালোভাবেই সেরে উঠছে। সে তার দেহ সম্পর্কে ভালো জানে। আমরা অপেক্ষা করব এবং দেখব।

অন্যদিকে গোলাপি বলের এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন ন্যাথান লায়ন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অস্ট্রেলিয়ার খেলা সবশেষ দিবা-রাত্রির টেস্টেও ছিলেন না তিনি। গত বছর ভারতের বিপক্ষে অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টে কেবল এক ওভার বোলিং করেছিলেন এই অফ স্পিনার। পার্থে দুই দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে বোলিং করেন মাত্র দুই ওভার।

সব মিলিয়ে গ্যাবার সবুজ উইকেটে লায়নের একাদশে জায়গা পাওয়ার নিশ্চয়তা দিতে পারেননি স্মিথ।

আমি নিশ্চিত নই। যেমনটা আমি বললাম, আমরা উইকেট দেখে এরপর বাকি সিদ্ধান্ত নেব। অতীতে ন্যাথান অনেক ভালো করেছে। সে একজন দুর্দান্ত বোলার। তবে আমরা অন্য বিকল্পগুলোও বিবেচনা করব।

মন্তব্য করুন: