হোপের ব্যাটে হার এড়াতে লড়ছে উইন্ডিজ

৫ ডিসেম্বর ২০২৫

হোপের ব্যাটে হার এড়াতে লড়ছে উইন্ডিজ

নিউ জিল্যান্ডের দেওয়া বিশাল লক্ষ্য তাড়ায় স্বাগতিক পেস তোপে চার ব্যাটারকে হারিয়ে হারের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শাই হোপ জাস্টিন গ্রিভসের দুর্দান্ত জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। হার এড়াতে শেষ দিন ক্যারিবিয়ানদের হাতে আছে উইকেট। আর জয়ের জন্য দরকার ৩১৯ রান।

শুক্রবার ক্রাইস্টাচার্চে সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ উইকেটে ২১২ রান। এর আগে উইকেটে ৪৬৬ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউ জিল্যান্ড।

পঞ্চম উইকেট জুটিতে প্রায় ৪৬ ওভার ব্যাট করে এখন পর্যন্ত ১৪০ রান যোগ করেছেন হোপ গ্রিভস। চোখের সংক্রমণের কারণে তৃতীয় দিন মাঠ ছাড়া হোপ সানগ্লাস পরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত আছেন ১১৬ রানে। গ্রিভস অপরাজিত আছেন ৫৫ রানে।

উইকেটে ৪১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউ জিল্যান্ড ব্যাট করে ১৪ ওভার। উইকেটকিপার টম ব্লান্ডেল ন্যাথান স্মিথ চোটের কারণে ব্যাটিংয়ে নামতে না পারায় জ্যাকব ডাফির বিদায়ের পর ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা। উইকেট নেন কেমার রোচ।

রান তাড়ায় কিউই পেসারদের তোপ মধ্যাহ্ন ভোজের বিরতি পর্যন্ত সামলালেও এরপর আর টিকতে পারেননি ওপেনাররা। ডাফির পেস তোপে পরপর দুই ওভারে সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল (১৫) টেগনারায়ণ চন্দ্রপল () এরপর দ্রুত সাজঘরে ফেরেন অ্যালিক অ্যাথানেজ () অধিনায়ক রোস্টন চেইসও ()

দ্বিতীয় সেশনের মাঝামাঝি ৭২ রানে উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে টেনে তুলতে শুরু করেন হোপ গ্রিভস। তাদের জন্য আশির্বাদ হয়ে আসে চোট নিয়ে পেসার ম্যাট হেনরি মাঠ ছাড়লে। চোটের কারণে আগে থেকেই বাইরে ছিলেন আরেক পেসার স্মিথ।

দারুণ ব্যাটিংয়ে ১৩৯ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন হোপ। এর আগে প্রথম ইনিংসে ৫৬ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

মন্তব্য করুন: