নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

৫ ডিসেম্বর ২০২৫

নভেম্বরের সেরার লড়াইয়ে তাইজুল

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম। মাসসেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের এই অফস্পিনার লড়বেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজের সঙ্গে।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে নভেম্বর মাসের সেরা ক্রিকেটার বাছাইয়ে মনোনীত তিন জনের নাম প্রকাশ করে আইসিসি।

গত মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে ধারাবাহিক ছিলেন তাইজুল। দুই ম্যাচে তিন ইনিংসে ২৬ দশমিক ৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কারও।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট নেন তাইজুল। এই ম্যাচেই বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট পাওয়ার রেকর্ড গড়েন তিনি। সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশড করে বাংলাদেশ।

ভারতের মাটিতে ২৫ বছর পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রাখেন হারমার। দুই ম্যাচের সিরিজে ৮ দশমিক ৯৪ গড়ে এই অফ স্পিনার শিকার করেন ১৭ উইকেট। সিরিজ সেরাও নির্বাচিত হন তিনি। কলকাতায় সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর গুয়াহাটি টেস্টে শিকার করেন ৯ উইকেট।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পরে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বল ও ব্যাট হাতে আলো ছড়ান নাওয়াজ। ওয়ানডেতে ৫২ গড় ও ১১৪ দশমিক ১২৮ স্ট্রাইক রেটে করেন ১০৪ রান। বল হাতে নেন ৪ উইকেট।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে বল হাতে আরও কার্যকর ছিলেন নাওয়াজ। বাঁহাতি স্পিনে শিকার করেন ১১ উইকেট। ব্যাট হাতে করেন ৫২ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী ১৭ রানে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরার খেতাবও জেতেন এই অলরাউন্ডার।

মন্তব্য করুন: