৫ ফিফটিতে অস্ট্রেলিয়ার লিড ১৭৭

৬ ডিসেম্বর ২০২৫

৫ ফিফটিতে অস্ট্রেলিয়ার লিড ১৭৭

ব্যাট হাতে শুরু পেয়েছিলেন অস্ট্রেলিয়ার সবাই। সব ব্যাটারই পেয়েছেন দুই অঙ্কের দেখাও। কিন্তু তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি কেউই। পাঁচ জনের ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

শনিবার ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৫১১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করেন ৯ নম্বরে নামা মিচেল স্টার্ক। এছাড়া ফিফটির দেখা পান জেইক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি।

টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের শতক ছাড়া এই নিয়ে পঞ্চমবারের মতো কোনো দল পাঁচশর বেশি রান করল। গত বছর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৩১ রান করেছিল শ্রীলঙ্কা। আর কোনো সেঞ্চুরি ছাড়া অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৭ উইকেটে সর্বোচ্চ ৫২০ রান করেছিল ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

পুরো ইনিংসে শতরানের জুটিও আসেনি একটিও। পঞ্চাশোর্ধ্ব জুটি হয়েছে ছয়টি। সর্বোচ্চ ৯৫ রানের জুটিটি আসে চতুর্থ উইকেটে, স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে।

৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া তৃতীয় ওভারেই হারায় মাইকেল নিসারের (১৬) উইকেট। তাকে ফিরিয়ে ৫৪ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। আগের দিন প্রথম বলেই জীবন পাওয়া ক্যারির আগ্রাসী ব্যাটিংয়ে ৬৩ রানের ইনিংসটি থামান গাস অ্যাটকিনসন।

নবম উইকেটে স্কট বোল্যান্ডকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে দলকে বড় লিড এনে দেন স্টার্ক। এর মাঝে বাঁহাতি এই ব্যাটার ১০০ বলে তুলে নেন ক্যারিয়ারের ১২তম ফিফটি। তাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ব্রাইডন কার্স। এরপর বোল্যান্ড ও ব্রেন্ডান ডগেট মিলে দলকে ৫০০ রান পার করান। ডগেটকে (১৩) তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে অলআউট করেন উইল জ্যাকস। এবারের অ্যাশেজে কোনো স্পিনারের এটিই প্রথম উইকেট।

৪ উইকেট নেন কার্স, স্টোকসের শিকার ৩টি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: