ইংল্যান্ডের ৬ উইকেট নিয়ে জয় দেখছে অস্ট্রেলিয়া

৬ ডিসেম্বর ২০২৫

ইংল্যান্ডের ৬ উইকেট নিয়ে জয় দেখছে অস্ট্রেলিয়া

পাঁচ ব্যাটারের ফিফটিতে বড় লিড নেওয়ার পর পেসারদের নৈপুণ্যে তৃতীয় দিনের খেলা শেষে ব্রিসবেন টেস্টে জয় দেখছে অস্ট্রেলিয়া। এখনও ৪৩ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের হাতে আছে কেবল ৪ উইকেট।

শনিবার ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৩৪ রান।

এর আগে জেইক ওয়েদারল্ড, মার্নাস লাবুশেন ও স্মিথের পর অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের ফিফটিতে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে ৫১১ রানে নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া।

১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। তবে ফ্লাডলাইটের আলোর নিচে তৃতীয় সেশনের শুরুতে ডাকেটকে (১৫) বোল্ড করে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন স্কট বোল্যান্ড।

দ্বিতীয় উইকেট জুটিতে পেসারদের বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন ক্রলি ও অলি পোপ। কিন্তু ফিরতি ক্যাচে পোপকে (২৬) তুলে নিয়ে ৪২ রানের জুটি ভাঙার পর ক্রলিকেও (৪৪) একই ভাবে সাজঘরের পথ দেখান ডানহাতি পেসার মাইকেল নিসার।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক প্রতিরোধের চেষ্টা করলেও তাদের বেশি দূর যেতে দেননি মিচেল স্টার্ক। রুটকে (১৫) কট বিহাইন্ড করান বাঁহাতি এই পেসার। খানিকবাদে ব্রুককে (১৫) তুলে নেন বোল্যান্ড। জেইমি স্মিথকে (৪) ফেরান স্টার্ক। ১২১ রান থেকে ১২৮ রান তুলতে এই তিন ব্যাটারকে হারিয়ে দারুণ চাপে থাকা ইংলিশদের হয়ে দিনের খেলা শেষ করেন বেন স্টোকস (৪*) ও উইল জ্যাকস (৪*)।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: