ইংল্যান্ডকে গুঁড়িয়ে ব্রিসবেন টেস্টও জিতল অস্ট্রেলিয়া
৭ ডিসেম্বর ২০২৫
পেসারদের নৈপুণ্যে জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন বেন স্টোকস ও উইল জ্যাকসের ব্যাটে প্রতিরোধ গড়ে স্বাগতিকদের অপেক্ষা বাড়িয়েছিল ইংল্যান্ড। এই জুটি ভাঙতেই আবার ধসে পড়ল সফরকারীদের ব্যাটিং-অর্ডার। ছোট লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা।
রোববার ব্রিসবেনে সিরিজের দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৬৫ রানের লক্ষ্য তাড়ায় ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনের উইকেট হারিয়ে ১০ ওভারে জয় পায় অস্ট্রেলিয়া।
আগের দিন শেষ বেলায় ৭ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে চাপে থাকা ইংলিশরা ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে। তবে নিজেদের চিরায়িত আক্রমণাত্মক ক্রিকেটের বদলে টেস্ট মেজাজে খেলতে থাকেন স্টোকস ও জ্যাকস। ২৪ ওভারের প্রথম সেশনে কোনো উইকেট হারিয়ে দলের খাতায় ৫৯ রান যোগ করেন তারা।
বিরতির পর সপ্তম উইকেটে তাদের ৯৬ রানের জুটি ভাঙেন মাইকেল নিসার। প্রথম স্লিপে এক হাতে জ্যাকসের (৪১) দুর্দান্ত ক্যাচ নেন স্টিভেন স্মিথ। এরপর ইংলিশ ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৩৭ বল।
ফিফটি হাঁকানোর পর নিসারের শিকার হয়ে ফেরেন স্টোকসও (৫০)। পরের ওভারে গাস অ্যাটকিনসনকে (৩) তুলে নেন ব্রেন্ডন ডগেট। ব্রাইডন কার্সকে (৭) ফিরিয়ে সফরকারীদের ইনিংস গুটিয়ে দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট নেন নিসার। ১৭ রানে শেষ ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি থেকে ৩৭ রান আসে অস্ট্রেলিয়ার। ডিনার বিরতির পর প্রথম ওভারেই হেডকে (২২) বোল্ড করে এই জুটি ভাঙেন অ্যাটকিনসন। নিজের পরের ওভারে লাবুশানকেও (৩) ফেরান ডানহাতি এই পেসার।
জেইক ওয়েদারল্ড অপরাজিত থাকেন ১৭ রানে। ছক্কা হাঁকিয়ে দলকে জেতানো অধিনায়ক স্মিথ ৯ বলে করেন ২৩ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর পাঁচ ব্যাটারের ফিফটিতে ৫১১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথম ইনিংসে স্বাগতিকরা লিড পায় ১৭৭ রানের।
প্রথম ইনিংসে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করা মিচেল স্টার্ক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নেন বাঁহাতি এই পেসার।
আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: