অ্যাশেজের আশা শেষ হ্যাজেলউডের, ফিরলেন কামিন্স
৯ ডিসেম্বর ২০২৫
চোটের পর দীর্ঘ পুনর্বাসন শেষে অ্যাডিলেইডে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট দিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন প্যাট কামিন্স। তবে অধিনায়কের ফেরার সুখবরের দিনে দুঃসংবাদও পেয়েছে অস্ট্রেলিয়া। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে আর খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের।
মঙ্গলবার কামিন্সের ফেরা ও হ্যাজেলউডের না ফেরার কথা জানান কোচ অ্যানড্রু ম্যাকডোনাল্ড। দলের এই দুই গুরুত্বপূর্ণ পেসারকে ছাড়াই অ্যাশেজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে গুঁড়িয়েই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আগামী ১৭ ডিসেম্বরে অ্যাডিলেইডে সিরিজ নিজেদের নেওয়ার অভিযানে মাঠে নামবে তারা।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজের পর পিঠের নিচের অংশের চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটেই খেলেননি কামিন্স। তবে ব্রিসবেন টেস্টে শুরুর আগে তার মাঠে নামা নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ডানহাতি এই পেসারকে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
গত পাঁচ মাসে কোনো ম্যাচ না খেললেও ৩২ বছর বয়সী কামিন্সের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলেই মনে করেন ম্যাকডোনাল্ড।
“ওর শরীর এখন তৈরি এবং আগামী সপ্তাহে নতুন কিছু না হলে আশা করব প্যাট ব্লেজার গায়ে চাপাবে এবং টস করবে।”
“কোনো ম্যাচ প্রস্তুতি হচ্ছে না প্যাটের। আগেও লম্বা বিরতি শেষে ফেরার পর তার ক্ষেত্রে আমরা এমনটি করেছি। অনেকটা সময় নিয়ে চেষ্টা করেছি ওর শরীরকে পোক্ত করে তুলতে। সবাই যখন গ্যাবায় ছিল, সে তখন ছিল অ্যালান বোর্ডার ফিল্ডে। সেখানে অনেকটা ম্যাচ পরিস্থিতি তৈরি করেই বিভিন্ন স্পেলে বোলিং করেছে। আমাদের তাই মনে হয়েছে, যতটা সম্ভব সেরা প্রস্তুতিই তার হয়েছে।”
অ্যাশেজ শুরুর আগে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে যাওয়া হ্যাজেলউডকে সিরিজের শেষ দিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল অস্ট্রেলিয়া। কিন্তু পুনর্বাসনের সময় নতুন করে একিলিসের চোটে পড়ায় তা আর হচ্ছে না।
৩৪ বছর বয়সী পেসারের ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে অজি কোচ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, জশ এবারের অ্যাশেজের অংশ হতে পারছে না। তার জন্য এটা সত্যিই হতাশার। গোটা দুয়েক ধাক্কা এসেছে, যা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা ভেবেছিলাম, এই সিরিজে তার বিশাল ভূমিকা থাকবে।”
মঙ্গলবারই অ্যাডিলেইড টেস্টের জন্য দল ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। সেখানে শুধু যোগ করা হবে কামিন্সকে। এছাড়া অ্যাশেজ নিজেদের করে নেওয়ার অভিযানে একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত কামিন্স ও ন্যাথান লায়নের।
এই ম্যাচের জন্য ওপেনার উসমান খাজাও ফিট হয়ে উঠেছেন বলে জানান ম্যাকডোনাল্ড। তবে একাদশে ফিরলে তিনি ওপেনিংয়ে নয়, বরং তাকে মিডল-অর্ডারে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ফলে ওপেনিং চালিয়ে যাবেন তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে আসা ট্র্যাভিস হেড, জুটি বাঁধবেন জেইক ওয়েদারল্ডের সঙ্গে।















মন্তব্য করুন: