এগিয়ে থাকার দিনে টিকনারকে হারাল নিউ জিল্যান্ড
১১ ডিসেম্বর ২০২৫
ডেভন কনওয়ে ও মিচেল হেয়ের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়া নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ব্লেয়ার টিকনারের চোট। আগের দিন ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পাওয়ায় ডানহাতি এই পেসার পুরো ম্যাচ থেকেই ছিটকে গেছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের দুই উইকেট তুলে নিয়ে ৪১ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে কিউইরা।
বৃহস্পতিবার ওয়েলিংটনে দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। এর আগে ক্যারিবিয়ান পেস তোপে ২৭৮ রানে শেষ হয় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি টিকনার।
চলতি সিরিজে এই নিয়ে তিনজন পেসারকে ম্যাচের মাঝেই হারাল স্বাগতিকরা। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্ট চলার সময় ম্যাচ থেকে ছিটকে যান ম্যাট হেনরি ও ন্যাথান স্মিথ। এবার ওয়েলিংটন টেস্টে অনভিজ্ঞ পেস আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ সদস্য চতুর্থ টেস্ট খেলতে নামা টিকনারকে হারাল কিউইরা। বাকি তিন পেসারদের মধ্যে তৃতীয় ম্যাচ খেলছেন জ্যাকব ডাফি ও জ্যাক ফোকস এবং অভিষেক হয়েছে মাইকেল রেয়ের।
প্রথম দিন ৬৭তম ওভারে ফাইন লেগে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডাইভ দিয়ে আর উঠতে পারেননি টিকনার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এই পেসার। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট জানায়, বাঁ কাঁধের হাড় সরে যাওয়ায় এই ম্যাচে আর বোলিং ও ফিল্ডিং করতে পারবেন না প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া টিকনার। ব্যাট করার সম্ভাবনাও নেই বললেই চলে।
ক্যারিবিয়ানরা আগের দিন ২০৫ রানে অলআউট হওয়ার পর বিনা উইকেটে ২৪ রান নিয়ে নিউ জিল্যান্ডেরে হয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন টম ল্যাথাম ও কনওয়ে। চতুর্থ ওভারে অধিনায়ক ল্যাথামকে (১১) বোল্ড করে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কেমার রোচ।
দ্বিতীয় উইকেটে কেইন উইলিয়ামসনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন কনওয়ে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে উইলিয়ামসনকে (৩৭) বোল্ড করে এই জুটি ভাঙেন অ্যান্ডারসন ফিলিপ। বিরতির পর তিন বলের ভেতর রাচিন রবীন্দ্র (৫) ও কনওয়েকে (৬০) হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে সেই চাপ সামাল দেন ড্যারিল মিচেল ও হে। মিচেলকে (২৫) তুলে নিয়ে ৭৩ রানের এই জুটিও ভাঙেন ফিলিপ।
৬১ রান করা হেকে ফেরান ওজ্যায় শিল্ডস। শেষ দিকে লোয়ার-অর্ডারদের কল্যাণে ৭৩ রানের লিড পায় নিউ জিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভারো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। পরপর দুই ওভারে জন ক্যাম্পবেল (১৪) ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা ফিলিপের (০) উইকেট হারায় তারা।















মন্তব্য করুন: