ডাফির পেস তোপে আড়াই দিনে ওয়েলিংটন টেস্ট জিতল নিউ জিল্যান্ড
১২ ডিসেম্বর ২০২৫
আগের দিন ব্লেয়ার টিকনার ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় পেস আক্রমণে শক্তি হারিয়েছিল নিউ জিল্যান্ড। কিন্তু ডানহাতি এই পেসারের অভাব একদমই বুঝতে দেননি জ্যাকব ডাফি ও অভিষিক্ত মাইকেল রে। তাদের আগুন ঝরানো বোলিংয়ে আড়াই দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতেছে কিউইরা।
শুক্রবার ওয়েলিংটনে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ক্যারিবিয়ানদের দেওয়া ৫৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে তাড়া করে নিউ জিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
এর আগে ম্যাচসেরা ডাফির ৫ উইকেট শিকারে মধ্যাহ্ন ভোজের বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এদিন সফরকারীদের ইনিংসের স্থায়িত্ব ছিল ৩৬ ওভার ২ বল।
২ উইকেটে ৩২ রান নিয়ে এদিন সাবধানী শুরু করেন ব্র্যান্ডন কিং ও কাভেম হজ। কিন্তু সতীর্থর সঙ্গে ভুল বোঝাবুঝিতে কিং (২২) রানআউটে কাটা পড়লে ২৫ রানের জুটি ভাঙে। সেই ওভারেই শাই হোপকে (৫) ফিরতি ক্যাচে তুলে নেন রে।
অধিনায়ক রোস্টন চেইসকে (২) ফেরান ডাফি। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করা হজকে ফেরান জ্যাক ফোকস। বিরতির পর আগের ম্যাচে দ্বিশতক হাঁকানো জাস্টিন গ্রিভসকে (২৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ক্যারিবিয়ানদের প্রতিরোধের আশা গুঁড়িয়ে দেন ডাফি। এরপর আর ১৫ রান যোগ করতে শেষ ৩ উইকেট হারায় সফরকারীরা। রে শিকার করেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ২৬ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক টম ল্যাথাম (৯)। এরপর ১০ ওভারে দলকে লক্ষ্যে নিয়ে যান ডেভন কনওয়ে (২৮*) ও কেইন উইলিয়ামসন (১৬*)।
এর আগে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে নেমে টিকনারের পেস তোপে প্রথম ইনিংসে ২০৫ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবিয়ান পেস তোপে ৯ উইকেটে ২৭৮ রান তোলে নিউ জিল্যান্ড। কাঁধের চোটের কারণে টিকনার ব্যাটিংয়ে নামতে না পারায় ৭৩ রানে এগিয়ে থেকে ইনিংস শেষ হয় স্বাগতিকদের।
আগামী বৃহস্পতিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে।















মন্তব্য করুন: