অ্যাশেজ বাঁচানোর ম্যাচে কৌশলে পরিবর্তন আনবে না ইংল্যান্ড

১৪ ডিসেম্বর ২০২৫

অ্যাশেজ বাঁচানোর ম্যাচে কৌশলে পরিবর্তন আনবে না ইংল্যান্ড

প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক প্রকার বিধ্বস্ত হয়ে অ্যাশেজ সিরিজ হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। অ্যাশেজ পুনরূদ্ধারের আশা টিকিয়ে রাখতে হলে অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প নেই তাদের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেদের চিরায়িত কৌশলে বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দলটির হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

পার্থে সিরিজের প্রথম ম্যাচ দুই দিনে এবং ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টটি চতুর্থ দিনে ৮ উইকেটে হারের পর ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলার ‘বাজবল কৌশল ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

আগামী বুধবার অ্যাডিলেইডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। সিরিজ হার এড়াতে চাইলে এই ম্যাচে কমপক্ষে ড্র করতে হবে ২০১১ সালের জানুয়ারির পর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে না পারা ইংল্যান্ডকে। আর ২০১৫ সালের পর অ্যাশেজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই তাদের। সে বছর ঘরের মাঠে সবশেষ অ্যাশেজ জিতেছিল দলটি। এরপরের চার সিরিজের দুটি জিতেছে অস্ট্রেলিয়া, বাকি দুটি হয়েছে ড্র।

সব মিলিয়ে দারুণ চাপে থাকা ম্যাককালাম রোববার অ্যাডিলেইড ওভালে সাংবাদিকদের বলেন, “আমরা এখানে বড় আশা এবং উচ্চ প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমাদের একটি পরিকল্পনা ছিল যা আমরা মনে করেছিলাম, সফল হওয়ার সেরা সুযোগ দেবে। আমরা এখনও পর্যন্ত তা কার্যকর করতে পারিনি। অস্ট্রেলিয়া সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি কাজে লাগিয়েছে। তাই তারা ২-০ তে এগিয়ে আছে।

এর মানে এই নয় যে, আমরা সেই পরিকল্পনা বাতিল করে দেব। আমাদের শুধু কিছু জিনিসের ওপর কাজ করতে হবে যা, আমরা ঠিকভাবে করতে পারিনি এবং নিশ্চিত করতে হবে যে, আমরা যা অর্জন করতে চাইছি, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস আছে।

নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে অ্যাডিলেইডের কন্ডিশন উপযোগী হবে বলে মনে করেন ম্যাককালাম। ফলে অধিকাংশ ব্যাটার রানখরায় থাকলেও ব্যাটিং-অর্ডারে পরিবর্তন হওয়ার সম্ভাবনাও কম।

আমার মনে হয় এই কন্ডিশন আমাদের খেলার ধরনের জন্য কিছুটা ভালো হবে... এটা সম্ভবত আমাদের সেরা ধরনের ক্রিকেটের জন্য আরও উপযোগী।

আমরা একটি নির্দিষ্ট সময়ের ধরে একটি শীর্ষ সাত (ব্যাটিং অর্ডার) পেয়েছি। আমরা এটি নিয়ে যুক্তিসঙ্গতভাবে সফল ছিলাম। আমরা জানি যে, সিরিজে আমরা এখনও পর্যন্ত যথেষ্ট রান করতে পারিনি... কিন্তু সিরিজ জেতার জন্য অতীতে আমাদের যা সফল হয়েছে, তা ছুঁড়ে ফেলা ঠিক হবে না।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add