নেপাল গুঁড়িয়ে জয়ের পর যুব এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ
১৫ ডিসেম্বর ২০২৫
পেসারদের নৈপুণ্যে নেপালকে দেড়শর বেশ আগেই গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় জাওয়াদ আবরারের আগ্রাসী ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার অভিযানে সেমি-ফাইনালেও পা রেখেছে তারা।
সোমবার দুবাইয়ে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে নেপালকে ১৩০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ২৫.১ ওভার আগে লক্ষ্যে পৌঁছায় আজিজুল হাকিমের দল।
৬৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে এই ম্যাচেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আবরার।
গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারানোয় সেমি-ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। তাদের সঙ্গে শেষ চারে উঠেছে লঙ্কানরাও।
টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটি থেকে আসে ৪০ রান। সপ্তম ওভারে ডানহাতি পেসার সাদ ইসলাম এই জুটি ভাঙার পর বোলারদের সামনে আর কেউ দাঁড়াতে পারেননি। আরেক ডানহাতি পেসার মোহাম্মদ সবুজের পরপর দুই ওভারে ৩ উইকেট তুলে নিলে ৬১ রানে ৫ উইকেট হারায় নেপাল।
এরপর ১১ রানে শেষ ৪ উইকেট তুলে নিয়ে ৩১.১ ওভারে তাদের ইনিংসের ইতি টানেন এই দুই স্পিনার অধিনায়ক আজিজুল ও শাহরিয়ার আহমেদ। সবুজ নেন ৩ উইকেট। দুটি করে শিকার ধরেন সাদ, আজিজুল ও শাহরিয়ার।
ছোট লক্ষ্য তাড়ায় আবরার আগ্রাসী শুরু এনে দিলেও তৃতীয় ওভারে পরপর দুই বলে রিফাত পেগ (৫) ও আজিজুলের (১) উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে নিয়ে আবরারের ৯২ রানের জুটিতে সহজ জয় পায় তারা। ৩৪ রান করে ফেরেন কালাম।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: