শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

১৭ ডিসেম্বর ২০২৫

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান

শুরুর চার ব্যাটার দলকে ভালো শুরু এনে দিলেও বাকিদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে আটকানোর জন্য সেটাই যথেষ্ট ছিল আজিজুল হাকিমের দলের। ৩৯ রানের জয়ে যুব এশিয়া কাপে ‘বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার দুবাইয়ে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৫ বল আগে লঙ্কানরা গুটিয়ে যায় ১৮৬ রানে।  

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমি-ফাইনালে ‘এ গ্রুপ রানার্স-আপ পাকিস্তানের মুখোমুখি হবে আজিজুলের দল। শেষ চারের অন্য ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত। ম্যাচ দুটি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আগ্রাসী ব্যাটিংয়ে ৭৫ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা। ৩৬ বলে ৪টি করে চার ও ছক্কায় ৪৯ রান করা আবরারের বিদায়ে এই জুটি ভাঙে। রিফাত ফেরেন ৩৬ রান করে।

দ্রুত দুই ওপেনারকে হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকী। কিন্তু ২৯ রান করা আজিজুলের বিদায়ে ৫৩ রানের এই জুটি ভাঙতেই ধস নামে ব্যাটিং-অর্ডারে। কাভিজা গামাগের অফস্পিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ৩২ রান করেন কালাম।

পরের ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল দুজন। উইকেটকিপার ফরিদ হাসান করেন ২৯ রান। আর শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনের (১২) বিদায়ে ৪৬.৩ ওভারে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৪৭ রানে শেষ ৫ উইকেট হারায় দল।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। সপ্তম ওভারে ২৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইমন। এরপর চেপে ধরতে শুরু করেন স্পিনাররা। ৮০ রানের ভেতর সাজঘরের পথ দেখেন প্রতিপক্ষের শুরুর পাঁচ ব্যাটারের সবাই।

এরপর বড় কোনো জুটি না হওয়ায় ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। দলের একমাত্র অর্ধশত রানের জুটিটি আসে নবম উইকেটে। ৪৯তম ওভারে ৫৬ রানের এই জুটি ভাঙনে ইমন। পরের ওভারে প্রতিপক্ষের ইনিংস গুটিয়ে দেন সাদ ইসলাম।

৩টি করে উইকেট নেন ইমন ও শাহরিয়ার আহমেদ। সাইমুন বশিরের শিকার দুটি।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: