রিশাদের ২ উইকেট নেওয়ার দিনে জিততে পারল না হোবার্ট
১৮ ডিসেম্বর ২০২৫
হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে নিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেও উইকেট না পাওয়া রিশাদ হোসেন দ্বিতীয় ম্যাচে প্রথম ৯ বলের ভেতর পেয়েছিলেন ২ উইকেট। কিন্তু এরপর করলেন খরুচে বোলিং। আর কোনো বোলার আলো ছড়াতে না পারায় মেলবোর্ন স্টার্সের কাছে হেরে গেছে তার দল।
বৃহস্পতিবার মেলবোর্নে হোবার্টের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য ২৪ বল ও ৮ উইকেট হাতে রেখে তাড়া করে মেলবোর্ন।
হোবার্টের হয়ে রিশাদ ছাড়া উইকেট নিতে পারেননি আর কেউই। ৩ ওভারে ৩৩ রান দেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এর আগে নয় নম্বরে ব্যাটিংয়ে নেমে একটি চারে ৩ বলে ৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
সিডনি থান্ডারের বিপক্ষে গত মঙ্গলবার বিগ ব্যাশে নিজের অভিষেক ম্যাচে ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন রিশাদ।
এদিন ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে টমাস রজার্সকে (৩০) ফিরিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। এক ওভার পর আরেক ওপেনার জো ক্লার্ককেও (২০) ফেরান তিনি। এরপর ক্রিজে এসে তাকে প্রথম বলে চার মারেন মার্কাস স্টয়নিস। সব মিলিয়ে প্রথম ২ ওভারে ২ উইকেট নিয়ে ১৪ রান দেন রিশাদ।
দশম ওভারে খরুচে বোলিং করেন তিনি। স্টয়নিসের ঝড়ে সেই ওভারে ২টি চার ও এক ছক্কায় মোট ১৯ রান দেন এই লেগ স্পিনার। এরপর আর তাকে বোলিংয়ে আনেননি হোবার্ট অধিনায়ক ন্যাথান এলিস।















মন্তব্য করুন: