বিগব্যাশে এবার রিশাদের ৩ উইকেট

২৬ ডিসেম্বর ২০২৫

বিগব্যাশে এবার রিশাদের ৩ উইকেট

টানা তিন ওভারে উইকেট নিয়ে হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে দারুণ এক দিন কাটিয়েছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো এক ম্যাচে ৩ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

শুক্রবার পার্থের অপ্টাস স্টেডিয়ামে স্বাগতিক পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ।

নিজের অভিষেক আসরে হোবার্টের হয়ে চার ম্যাচের সবকটিতেই মাঠে নামা রিশাদের এই ম্যাচের আগে উইকেট সংখ্যা ছিল ৩টি। নিজের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৩৩ রানে ২ উইকেট ছিল তার আগের সেরা বোলিং।

এদিন পঞ্চম ওভারে বোলিংয়ে আসা রিশাদ নিজের প্রথম ওভারে ৯ রান দেন। পরের ওভারের দ্বিতীয় বলেই দেখা পান প্রথম উইকেটের। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা কুপার কনোলিকে (৬) ফেরান তিনি। তার অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারার চেষ্টায় কনোলি আকাশে তুলে দিলে সহজ ক্যাচ নেন ক্রিস জর্ডান। সেই ওভারে রিশাদ দেন ১০ রান।

দশম ওভারে ৪ রান দিয়ে অ্যারন হার্ডিকে (৯) ফেরান রিশাদ। ইনিংসের ১৬তম ওভারে নিজের শেষ ওভারে তৃতীয় শিকার ধরেন রিশাদ। লরি ইভান্সের কাছে ছক্কা হজমের পরের বলেই ২৭ রান করা এই ব্যাটারকে স্টাম্পিং করান তিনি। এই ওভার থেকে আসে ১০ রান।

পার্থের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৫০ রানে।

ইনিংস শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম বিগ ব্যাশের অফিশিয়াল পেইজে রিশাদকে নিয়ে দেওয়া এক পোস্টে লেখা হয়, “রিকি পন্টিং তাকে চেয়েছিল এবং বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেন হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে দারুণ পারফর্ম করছেন।

মন্তব্য করুন: