মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে রিশাদের ২ উইকেট

২৯ ডিসেম্বর ২০২৫

মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে রিশাদের ২ উইকেট

বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে দুর্দান্ত ছন্দ ধরে রেখেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে আগের ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর এবার ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

সোমবার ঘরের মাঠ বেলেরিভ ওভালে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ, ডট বল দেন ৯টি। ইনিংস শেষ করেন দলের দ্বিতীয় সেরা বোলার হিসেবে।

বিগ ব্যাশে নিজের অভিষেক আসরে নিজের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন রিশাদ। হোবার্টের হয়ে পাঁচ ম্যাচের সবকটিতে খেলা এই স্পিনার এখন পর্যন্ত নিয়েছেন ৮ উইকেট।

এদিন ম্যাচের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৮ রান দেন রিশাদ। পরের ওভারে মোহাম্মদ রিজওয়ানের কাছে চার হজমের পরের বলেই পাকিস্তানের এই ব্যাটারকে তুলে নেন তিনি। এই ওভারে দেন ৬ রান।

ইনিংসের নবম ও নিজের তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হজম করেন রিশাদ। চতুর্থ বলে স্লগ সুইপে তাকে আরেকটি ছক্কা হাঁকান জেইক ফ্রেজার-ম্যাগার্ক। পরের বলেই অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে সাজঘরের পথ দেখান বাংলাদেশি স্পিনার। এই ওভারে আসে ১৫ রান।

১৪তম ওভারে নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে একটি বাউন্ডারি হজম করলেও ৫ রান দেন রিশাদ।

২০ ওভার শেষে ৯ উইকেট ১৬২ রান তোলে রেনেগেডস। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে হোবার্টের সফলতম বোলার অধিনায়ক ন্যাথান এলিস।

মন্তব্য করুন: