এখনও আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বাংলাদেশ

১২ জানুয়ারি ২০২৬

এখনও আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বাংলাদেশ

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আইসিসির কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো উত্তর আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা চলছে। ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য বিসিবির করা অনুরোধের বিপরীতে আইসিসি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বকাপের পর ভারতে আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির কিছু রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত ৩ জানুয়ারি এই পেসারকে দল থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশনা মেনে একই দিন মুস্তাফিজকে ছেড়ে দেয় নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া কলকাতা নাইট রাইডার্স।

এর কড়া প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের পাশাপাশি নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে থেকে নিজেদের ম্যাচের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ইমেইল করেছিল বিসিবি। এ বিষয়ে আইসিসিকে দুটি ইমেইল দেওয়া হয়েছিল, যার একটির জবাবে বিশ্বকাপের সময় বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির উদ্বেগগুলো নিরসনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে আইসিসি। কিন্তু ভেন্যু পরিবর্তনের বিষয়ে কিছু জানানো হয়নি।

তবে সোমবার বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। পূর্ব নির্ধারিত ভেন্যু কলকাতা ও মুম্বাই থেকে সরিয়ে চেন্নাই ও কেরালাতে ম্যাচগুলো দেওয়া হতে পারে।

বিসিবির বিবৃতিতে বলা হয়, “বিসিবি পুনরায় নিশ্চিত করছে যে তারা ভেন্যু ব্যবস্থাপনা নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বোর্ড নিশ্চিত করছে যে তারা এই বিষয়ে আইসিসির কাছ থেকে একটি আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add