শেষ ২ ওভারে ৬ রানে রিশাদের ২ উইকেট

১৪ জানুয়ারি ২০২৬

শেষ ২ ওভারে ৬ রানে রিশাদের ২ উইকেট

প্রথম দুই ওভারে খরুচে বোলিংয়ে ২১ রান দিয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু বোলিং কোটার শেষ দুই ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বিগ ব্যাশে লিগ পর্বে হোবার্ট হারিকেন্সের শেষ ম্যাচে আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

বুধবার ঘরের মাঠে ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ। শেষ দুই ওভারে উইকেট দুটি নিতে খরচ করেন মাত্র ৬ রান, যার মধ্যে ইনিংসের ১৯তম ওভারে দেন স্রেফ ১ রান।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবারের মতো খেলতে গিয়ে এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৩ উইকেট নিয়েছেন রিশাদ। ম্যাচে ২ ও ৩ উইকেট নিয়েছেন তিনবার করে।

২৪ বলের মধ্যে ৯টি ডট দেন রিশাদ। হজম করেন দুটি চার ও একটি ছক্কা, যার সবগুলোই আসে তার দ্বিতীয় ওভারে।

এদিন ষষ্ঠ ওভারে প্রথমবার বোলিংয়ে আসা রিশাদের ওভারে ৫ রান নিতে পারেন উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। নবম ওভারে আবার বোলিংয়ে এসে হজম করেন ১৬ রান।

এরপর রিশাদকে ১৪তম ওভারে বোলিংয়ে আনেন হারিকেন্স অধিনায়ক ন্যাথান এলিস। ওভারের পঞ্চম বলে ২৫ বলে ৩৭ রান করা ম্যাট রেনশকে ফিরিয়ে ভাঙেন তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি। ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে পঞ্চম বলে তুলে নেন মার্নাস লাবুশেনকে (৫)।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add