২ বছর পর ভারতের টি-টুয়েন্টি দলে আইয়ার

১৭ জানুয়ারি ২০২৬

২ বছর পর ভারতের টি-টুয়েন্টি দলে আইয়ার

দুই বছর পর ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা পেয়েছেন শ্রেয়াস আইয়ার। চোটের কারণে তিলক ভার্মা বাইরে থাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে ডানহাতি এই ব্যাটারকে।

শুক্রবার এক বিবৃতিতে আইয়ারকে দলে নেওয়ার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এছাড়া মাংসপেশির চোটের কারণে পুরো টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের বদলে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রবি বিষ্ণোই।

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ঘোষণা করা দলে আছেন ভার্মা সুন্দর।

২০২৩ সালের ডিসেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টি খেলেন আইয়ার। এরপর ডানহাতি এই ব্যাটার ভারতের টি-টুয়েন্টি দলের পরিকল্পনার বাইরে চলে যান। এর মাঝে ২০২৪ ২০২৫ আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করলেও দলে ডাক পাননি তিনি।

তবে ওয়ানডে দলের নিয়মিত মুখ আইয়ার বর্তমানে আছেন সহ-অধিনায়কের দায়িত্বে।

সম্প্রতি অন্ডকোষের অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকা ভার্মা নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না। শেষ দুই ম্যাচে বাঁহাতি এই ব্যাটারের খেলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে বোর্ড।

গত ১১ জানুয়ারি কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ের সময় পাঁজরে সমস্যা নিয়ে মাঠ ছাড়েন সুন্দর। স্ক্যানের পর তার সাইড স্ট্রেন ধরা পড়ে। তার বদলে ওয়ানডে সিরিজের বাকি অংশের জন্য দলে আয়ুশ বাদোনিকে নেয় ভারত।

টি-টুয়েন্টি সিরিজে সুন্দরের জায়গায় দলে আসা বিষ্ণোই গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ টি-টুয়েন্টি খেলেছিলেন।

আগামী বুধবার নাগপুরে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি, শেষ হবে ৩১ জানুয়ারি। এই সিরিজ দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারবে দুই দল।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ভারতের পরিবর্তিত দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার (প্রথম তিন ম্যাচ), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, যশপ্রীত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ইশান কিষান, রবি বিষ্ণোই।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add