রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন বার্সা
১২ জানুয়ারি ২০২৬
প্রথমার্ধে দুই দফায় পিছিয়ে পড়ে ফিরেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিরতির পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার গোলের পর আর ম্যাচে ফিরতে পারল না তারা। রোমাঞ্চকর লড়াই শেষে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রেখেছে বার্সেলোনা।
রোববার সৌদি আরবের জেদ্দায় ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারায় কাতালান ক্লাবটি। সেমি-ফাইনালের মতো এদিনও জোড়া গোল করেন রাফিনিয়া।
টানা দ্বিতীয়বার রিয়ালকে হারিয়েই সুপার কাপ জেতা বার্সেলোনার এটি ১৬তম শিরোপা, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৫-২ গোলে হারিয়েছিল তারা।
ফ্লিকের অধীনে এটি বার্সেলোনার চতুর্থ ট্রফি। কোচিং ক্যারিয়ারে ৮ ফাইনালের সবকটিতেই জিতলেন জার্মান এই কোচ।
ম্যাচের ৩৬তম মিনিটে ফের্মিন লোপেসের পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান তারই স্বদেশি ভিনিসুস জুনিয়র। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ পর গোলের দেখা পান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
এর দুই মিনিট পর বার্সেলোনাকে আবার এগিয়ে দেন রবের্ট লেভানডফস্কি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালকে আবার সমতায় ফেরান গনসালো গার্সিয়া।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সেলোনার রক্ষণভাগকে ব্যস্ত রাখেন ভিনিসুস-রদ্রিগোরা। ৫৭তম মিনিটে মাঝ মাঠে পেদ্রিকে রাউল আসেনসিওর ফাউল করাকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। হলুদ কার্ড দেখেন রিয়ালের আসেনসিও ও ফেদে ভালভের্দে এবং বার্সেলোনার এরিক গার্সিয়া।
৭২তম মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। বক্সের ভেতর পিছলে পড়ে যাওয়ার মুহূর্তে নেওয়া তার শট আসেনিওর পায়ে লেগে জালে জড়ায়। বার্সেলোনার জার্সিতে সবশেষ পাঁচ ম্যাচে এটি সপ্তম গোল রাফিনিয়ার।
এরপরই গার্সিয়ার বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে প্রথমে সুপার কাপের দলে না থাকলেও ফাইনালের আগে ফরাসি এই তারকা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। কিন্তু ১০ জনের বার্সেলোনার বিপক্ষে সমতায় ফিরতে পারেনি রিয়াল।















মন্তব্য করুন: