জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশ

১৭ জানুয়ারি ২০২৬

জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশ

টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে। টুর্নামেন্টের দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন বাংলাদেশের এই সাবেক বোলিং কোচ।

শনিবার ওয়ালশকে কোচিং প্যানেলে যুক্ত করার কথা জানায় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)

টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকার ওয়ালশ ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে তার মেয়াদ শেষ হয়।

এরপর থেকে মেয়েদের ক্রিকেটে যুক্ত ছিলেন এই কিংবদন্তি পেসার। ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের মেয়েদের দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে দলের ভালো করার সম্ভাবনা দেখছেন ওয়ালশ।

আমার মতে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দল হিসেবে একসঙ্গে কাজ করতে পারলে এবং পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের খুব ভালো একটা সুযোগ আছে। বোলিং আক্রমণের সমাহার এবং দলের মধ্যে থাকা সম্ভাবনা আমাকে প্রভাবিত করেছে।

ব্লেসিং মুজারাবানির নেতৃত্বে জিম্বাবুয়ের পেস আক্রমণে আছেন রিচার্ড এগারাভা, টিনোটেন্ডা মাপোসা, ব্র্যাড ইভান্স টাশিঙ্গা মুসেকিওয়া। আর স্পিন আক্রমণ সামলাবেন অধিনায়ক সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা গ্রায়েম ক্রেমার।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা জিম্বাবুয়ে এবারের আসরে খেলবেবিগ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান সহ-আয়োজক শ্রীলঙ্কা। বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে কলম্বো পাল্লেকেলেতে।

সর্বকালের সবচেয়ে সফল পেসারদের একজন ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্টে উইকেট নিয়েছেন ৫১৯টি। আর ২০৫ ওয়ানডেতে তার শিকার ২২৭ উইকেট। ২০০১ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডানহাতি এই পেসার।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add