প্রথম শ্রেণি ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল পাকিস্তানে

১৭ জানুয়ারি ২০২৬

প্রথম শ্রেণি ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল পাকিস্তানে

ক্রিকেটের ২৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে। প্রথম শ্রেণি ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জয়ের কীর্তি গড়েছে পাকিস্তান টিভি (পিটিভি)। ৪০ রানের লক্ষ্য দিয়ে ২ রানের জয় পেয়েছে তারা।

শনিবার করাচিতে সুই নর্দার্নের বিপক্ষে চার দিনের ম্যাচের তৃতীয় দিন এই বিশ্ব রেকর্ড গড়েছে পিটিভি। সুই নর্দার্নের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জেতার ঘটনা ঘটেছিল ১৭৯৪ সালে। লর্ডসের পুরোনো মাঠে এমসিসির বিপক্ষে ৪১ রানের লক্ষ্য দিয়ে ৬ রানে জিতেছিল ওল্ডফিল্ড।

৪০ রানের লক্ষ্য তাড়ায় সুই নর্দার্ন ১৯ ওভার ৪ বলে গুটিয়ে যায় ৩৭ রানে। ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার আলী উসমান। বাকি ৪টি উইকেট নেন ডানহাতি ফাস্ট বোলার আহমেদ বাট। এই দুই বোলার ছাড়া ইনিংসে আর কেউ বোলিং করেননি।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয় পিটিভি। জবাবে ৭২ রানের লিড নেওয়া সুই নর্দার্নের ইনিংস থামে ২৩৮ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে যায় পিটিভি।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add