টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দ্রুততম ২৮ হাজার রান কোহলির
১২ জানুয়ারি ২০২৬
শচীন টেন্ডুলকারের আরও একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের এই ব্যাটিং কিংবদন্তি। একই সঙ্গে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
রোববার বাদোরায় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের দেওয়া ৩০১ রানের লক্ষ্য তাড়ায় এই কীর্তি গড়েন কোহলি। টেন্ডুলকারের রেকর্ড নিজের করে নেওয়া ছাড়াও এদিন কুমার সাঙ্গাকারাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের মালিক এখন তিনি।
টেন্ডুলকারকে পেছনে ফেলতে কোহলির দরকার ছিল ২৫ রান। তিন সংস্করণ মিলিয়ে ২৮ হাজার রান স্পর্শ করতে কোহলির লাগল ৬২৪ ইনিংস। টেন্ডুলকারের লেগেছিল ৬৪৪ ইনিংস।
অন্যদিকে সাঙ্গাকারাকে পেছনে ফেলতে ৩৭ বছর বয়সী কোহলির দরকার ছিল ৪২ রান। ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৬৬৬ ইনিংসে ২৮ হাজার ১৬ রান করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গাকারা। তিনটি আন্তর্জাতিক ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার ৬8 রান করা কোহলির সামনে এখন কেবল আছেন ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭৮২ ইনিংসে ৩৪ হাজার ৩৫৭ রান করা টেন্ডুলকার।
এদিন ৪৪ বলে অর্ধশতক স্পর্শ করে সেঞ্চুরির পথে ছিলেন কোহলি। কিন্তু ৯৩ রান করে মিড-অফে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ম্যাচসেরার পুরস্কার পাওয়া ৯১ বলের ইনিংসটি সাজান ৮ চার ও এক ছক্কায়।
ওয়ানডেতে এটি কোহলির টানা পঞ্চম এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
কোহলির গড়ে দেওয়া ভিতে ৪ উইকেটে ও এক ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ভারত।















মন্তব্য করুন: