রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০২৬
নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে বড় সংগ্রহ গড়ে দেয়নি চট্টগ্রাম রয়্যালস। অনায়াসে সেই লক্ষ্য তাড়া করে ফাইনালে উঠেছে শেখ মাহেদি হাসানের দল।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে ৬ উইকেটে জিতেছে চট্টগ্রাম। রাজশাহীর দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ৩ বল হাতে রেখে পৌঁছায় বন্দরনগরীর দলটি।
বল হাতে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে ৯ বলে অপরাজিত ১৯ রান করে ম্যাচসেরা হয়েছেন মাহেদি।
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংসে সাতজনই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ৩০ রান যোগ করেন সাহিবজাদা ফারহান (২১) ও তানজিদ হাসান তামিম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। নবম ওভারে পরপর দুই বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮) ও মুশফিকুর রহিমকে (০) সাজঘরের পথ দেখান মাহেদি। আকবর আলী ফেরেন ১০বলে ৩ রান করে।
একপ্রান্ত আগলে রেখে ৪১ রান করা তানজিদকে তুলে নেন হাসান নাওয়াজ। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ঝড়ো ৩২ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় রাজশাহী।
লক্ষ্য তাড়ায় ৬৪ রানের উদ্বোধনী জুটিতে চট্টগ্রামের জয়ের ভিত গড়ে দেন মির্জা বেগ ও নাঈম শেখ। তবে শেষ পর্যন্ত এই দুই ব্যাটারেরই স্ট্রাইক রেট ছিল একশর নিচে। দ্বাদশ ওভারের তৃতীয় বলে ৩৮ বলে ৩০ রান করা নাঈমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকলাইন।
এরপর নাওয়াজের ঝড়ো ২০ রানের ইনিংসে রানের গতি কিছুটা বাড়ে চট্টগ্রামের। ৪৭ বলে ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন মির্জা। শেষ ওভারে জয়ের জন্য দলের দরকার ছিল ৯ রানের। রিপন মন্ডলের করা ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান মাহেদি। পরের বলে দুই রান নিয়ে নিশ্চিত করেন দলের জয়।
বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী।















মন্তব্য করুন: