সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী

২১ জানুয়ারি ২০২৬

সিলেটকে বিদায় করে ফাইনালে রাজশাহী

ভালো শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়া রাজশাহী ওয়ারিয়র্সকে টেনে তুলে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিলেন কেইন উইলিয়ামসন ও জিমি নিশাম। লক্ষ্য তাড়ায় বিনুরা ফার্নান্দোর পেস তোপে তার কাছে যেতে পারল না সিলেট টাইটান্স। ১২ রানের জয়ে বিপিএলের ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৫ রান তোলে রাজশাহী। জবাবে সিলেটের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৩ রানে।

শুক্রবার শিরোপা লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল এই দুই দল।

প্রথমবারের মতো বিপিএলে খেলতে নেমে ব্যাট হাতে ৩৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। অন্যদিকে বল হাতে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফার্নান্দো।

রাজশাহীর হয়ে পাঁচটি ক্যাচ নেন সাহিবজাদা ফারহান, যা বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ। স্বীকৃত টিটুয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডও এটি।

ফারহান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। পঞ্চম ওভারে ফারহানের (২৬) বিদায়ে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি। এরপর তানজিদের ঝড়ে পাওয়ারপ্লেতে দলের খাতায় যোগ হয় মোট ৬১ রান।

১৫ বলে ৩২ রান করা তানজিদকে ফেরান নাসুম আহমেদ। এরপরই ধস নামে রাজশাহীর ব্যাটিংয়ে। অধিনায়ক শান্ত (৭) ও মুশফিকুর রহিমকে (০) পরপর দুই বলে তুলে নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই নিয়ে টানা দুই ম্যাচে প্রথম বলেই আউট হলেন মুশফিক।

পরের ওভারে এসএম মেহেরবকে (০) সাজঘরের পথ দেখান নাসুম। ১ রানে এই তিন উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন উইলিয়ামসন ও নিশাম। ষষ্ঠ উইকেটে ৫০ বলে তারা যোগ করেন ৭৭ রান। আগ্রাসী মেজাজে খেলতে থাকা ২৬ বলে ৪৪ রান করা নিশামের বিদায়ে ভাঙে এই জুটি।

লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের। ফার্নান্দোর পেস তোপে প্রথম তিন ওভারে ৭ রানের ভেতর ২ উইকেট হারায় তারা। তৃতীয় উইকেটে স্যাম বিলিংসকে নিয়ে ৬৯ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন পারভেজ হোসেন ইমন। বাঁহাতি এই ওপেনার ৪৮ রান করে রানআউটে কাটা পড়লে ভাঙে এই জুটি।

এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে সিলেট। গুরুত্বপূর্ণ সময়ে ১৩ বলে ৯ রান করে আউট হয়ে দলের চাপ আরও বাড়িয়ে দেন অধিনায়ক মিরাজ। এরপর ক্রিস ওকস ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

মন্তব্য করুন: