মুজিবের হ্যাটট্রিক, উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতল আফগানিস্তান

২২ জানুয়ারি ২০২৬

মুজিবের হ্যাটট্রিক, উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতল আফগানিস্তান

মুজিব উর রহমানের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি এক ম্যাচ হাতে রেখে জিতে নিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচটি ৩৯ রানে জিতেছে রশিদ খানের দল।

বুধবার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৮৯ রান তোলে আফগানরা। জবাবে ৭ বল আগে ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

এই নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা দুটি টি-টুয়েন্টি সিরিজ জিতল আফগানিস্তান।

৩৭ রানের ভেতর দুই ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে সেদিকউল্লাহ আতাল ও দারউইশ রাসুলির শতরানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় আফগানরা। ৫৩ রান করা আতালের বিদায়ে ভাঙে ১১৫ রানের জুটিটি। সঙ্গীর বিদায়ের পরের ওভারে সাজঘরের পথ দেখেন ৬৮ রান করা রাসুলি। এরপর আজমতউল্লাহ ওমারজাইয়ের ১৩ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা।

লক্ষ্য তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-অর্ডারে ধস নামান মুজিব। নিজের তৃতীয় ও চতুর্থ ওভার মিলিয়ে হ্যাটট্রিক করার পাশাপাশি ৫ বলের ভেতর ৪ উইকেট নেন এই অফ স্পিনার।

ইনিংসের অষ্টম ওভারের শেষ দুই বলে মুজিব ফেরান এভিন লুইস (১৩) ও জনসন চার্লসকে (০)। ১৬তম ওভারে আবার বোলিংয়ে এসে প্রথম বলে ব্র্যান্ডন কিংকে (৫০) তুলে নিয়ে পূরণ করেন হ্যাটট্রিক। এক বল পর বোল্ড করেন কুইন্টন স্যাম্পসনকে (২)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা।

২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মুজিব।

এর আগে প্রথম ম্যাচে ১৮২ রানের লক্ষ্য দিয়ে ৩৮ রানে জিতেছিল আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার।

মন্তব্য করুন: