১৫ উইকেট নিয়ে শেষ হলো রিশাদের বিগ ব্যাশ অভিযান

২৩ জানুয়ারি ২০২৬

১৫ উইকেট নিয়ে শেষ হলো রিশাদের বিগ ব্যাশ অভিযান

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নিজের অভিষেক মৌসুমেই বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

শুক্রবার সিডনিতে ফাইনালে ওঠার লড়াইয়ে ২ উইকেট নেন রিশাদ। কিন্তু সিডনি সিক্সার্সের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় হোবার্ট। দলের সঙ্গে শেষ হয় রিশাদেরও পথচলা।

এদিন ৪ ওভার বল করে ৩৩ রান দেন রিশাদ। নিজের করা তৃতীয় ওভারে তুলে নেন স্টিভ স্মিথ ও মোসেস হেনরিকসের উইকেট।

ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে রিশাদকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ৪৩ বলে ৬৫ রান করা স্মিথ। আর ওভারের শেষ বলে সিডনি অধিনায়ক হেনরিকসকে (১৯) ফেরান রিশাদ। তবে সেই ওভারেই সবচেয়ে খরুচে ছিলেন তিনি। দুটি চার ও এক ছক্কায় হজম করেন ১৫ রান।

এর আগে নিজের প্রথম দুই ওভারে ১৪ রান দিয়েছিলেন রিশাদ। ১৭তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে দেন মাত্র ৪ রান।

লক্ষ্য তাড়ায় ৯ নম্বরে নেমে ৮ বলে এক ছক্কায় ১১ রান করেন রিশাদ। তার বিদায়ে ১৬ বল আগে শেষ হয় হোবার্টের ইনিংস।

হোবার্টের হয়ে এবারের আসরে সব ম্যাচেই মাঠে নামেন ২৩ বছর বয়সী রিশাদ। ১১ ইনিংসে ওভার প্রতি রান দিয়েছেন ৭ দশমিক ৮২ করে। ম্যাচে ৩ উইকেট নিয়েছেন দুইবার। আর ২ উইকেট নিয়েছেন চারবার। সেরা বোলিং ফিগার ২৬ রানে ৩ উইকেট, অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে।

মন্তব্য করুন: