চট্টগ্রামকে উড়িয়ে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী
২৩ জানুয়ারি ২০২৬
তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া শতকে বড় সংগ্রহ গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। লক্ষ্য তাড়ায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না চট্টগ্রাম রয়্যালস। ৬৩ রানের জয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে নাজমুল হোসেন শান্তর দল।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৪ উইকেটে ১৭৪ রান তোলে রাজশাহী। জবাবে ১৩ বল আগে ১১১ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
ক্রিস গেইল ও তামিম ইকবালের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে বিপিএলের ফাইনালে সেঞ্চুরি হাঁকানো তানজিদ ফেরেন ১০০ রান করে। বাঁহাতি এই ওপেনার তার ৬২ বলের ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৬ চারে।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে তিনটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন তানজিদ। এই কীর্তি গড়তে ২৫ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন ৩৯ ইনিংস। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দুটি করে সেঞ্চুরি আছে তামিম ইকবাল, শান্ত ও তাওহিদ হৃদয়ের। আর বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচটি সেঞ্চুরির মালিক হলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব গেইল।
টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী চলতি আসরে এবারই প্রথম পাওয়ারপ্লেতে কোনো উইকেট হারায়নি। একাদশ ওভারে সাহিবজাদা ফারহানের (৩০) বিদায়ে ভাঙে তাদের ৮৩ রানের উদ্বোধনী জুটি। এরপর কেইন উইলিয়ামসনকে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন তানজিদ। ২৪ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে ৪৭ রানের এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
ইনিংসের ১৯তম ওভারে ৬১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তানজিদ। এর আগে অবশ্য ৩৫ ও ৫৪ রানে দুটি জীবন পান তিনি। সেঞ্চুরি হাঁকিয়ে নিজের খেলা পরের বলে সাজঘরে ফেরেন এই ওপেনার। ইনিংসের শেষ বলে রাজশাহী অধিনায়ক শান্তকে (১১) ফিরিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন শরিফুল।
এতদিন বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল তাসকিন আহমেদের। ২০২৪-২৫ আসরে দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি পেসার।
লক্ষ্য তাড়ায় নামা চট্টগ্রামের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন বিনুরা ফার্নান্দো। শ্রীলঙ্কার বাঁহাতি এই পেসার তুলে নেন নাঈম শেখ (৯) ও মাহমুদুল হাসান জয়কে (০)। এরপর হাসান মুরাদের ঘূর্ণি ও জিমি নিশামের পেসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি।
১৭তম ওভারে নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে আবার জোড়া শিকার ধরেন ফার্নান্দো। পরের ওভারে মুকিদুল ইসলামকে ফিরিয়ে চট্টগ্রামকে অলআউট করে রাজশাহীকে শিরোপা উল্লাসে মাতান আব্দুল গাফফার সাকলাইন।
৯ রানে ৪ উইকেট নেন ফার্নান্দো। মুরাদ ৩ উইকেট, নিশামের শিকার ২টি।















মন্তব্য করুন: