আমার স্বপ্ন সত্যি হলো : নাজমুল হোসেন শান্ত

১২ ফেব্রুয়ারি ২০২৪

আমার স্বপ্ন সত্যি হলো : নাজমুল হোসেন শান্ত

তার মাঝে সহজাত নেতৃত্বগুণ আছে। ক্রিকেটটাও খুব ভালো বোঝেন। বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন একদিন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হবেন। অবশেষে স্বপ্ন হলো সত্যি। মাঝে ভারপ্রাপ্ত হিসেবে দারুণ সব সাফল্য পেয়েছেন। এবার পাকাপাকিভাবেই তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ক হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার মিরপুর শের-ই-বাংলায় বিসিবির বোর্ড সভা শেষে অধিনায়ক হিসেবে শান্তর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আপাতত চলতি বছরের বাকি সময়ের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শান্ত বলেছেন, আলহামদুলিল্লাহআমি আসলেই রোমাঞ্চিত। আমার একটা স্বপ্ন সত্যি হলো।

গত বছর দেশের মাটিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউ জিল্যান্ডকে প্রথমবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এরপর নিউ জিল্যান্ড সফরে গিয়ে তো ইতিহাস গড়েছিলেন শান্তরা। সেই নিউ জিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় এসেছে শান্তর নেতৃত্বে। এরপর টি-টুয়েন্টিতেও স্বাগতিকদের প্রথমবার হারিয়েছে বাংলাদেশ। মাঠে শান্তর নেতৃত্ব ব্যাপক প্রশংসা পেয়েছিল। তখন থেকেই শান্তকে জাতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে ধরা হয়।

তবে জাতীয় দলের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দিয়েছিলেন শান্ত। তিনি বিসিবিকে বলেছিলেন, অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হলে সেটা যেন লম্বা সময়ের জন্য দেওয়া হয়। এতে দল গোছাতে সুবিধা হবে। শান্তর এই দাবি বিসিবি অনেকটাই মেনে নিয়েছে। মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে নবযাত্রা শুরু হবে শান্তর। আগামী জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্বে দেবেন।

মন্তব্য করুন: