রাতেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ

১৯ ফেব্রুয়ারি ২০২৪

রাতেই দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ

মাথায় ক্রিকেট বলের আঘাত লাগার পর মুস্তাফিজুর রহমান এখন ভালো আছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে তার মাথায় যেভাবে বল এসে লেগেছিল, তাতে তৈরি হয়েছিল শঙ্কার। তবে এখন আর ভয়ের কিছু নেই। মুস্তাফিজের মাথার বাইরের অংশেই শুধু আঘাত লেগে রক্তপাত হয়েছে। সোমবার রাতেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে মুস্তাফিজের বদলে কুমিল্লার একাদশে এসেছেন মুশফিক হাসান। টসের সময় ধারাভাষ্যকার আতহার আলী খান কুমিল্লা অধিনায়ক লিটনের কাছে জানতে চান মুস্তাফিজ সম্পর্কে। জবাবে লিটন বলেন, সে ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতেই সে টিম হোটেলে চলে আসবে।

গত রোববার চট্টগ্রামের দলের অনুশীলনে নেটে বোলিং করে রান-আপ নিতে ফিরছিলেন মুস্তাফিজ। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে ডাক দেন। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই মুস্তাফিজের মাথার বাঁ দিকে একটি বল এসে আঘাত করে। দ্রুত মুস্তাফিজকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মুস্তাফিজের স্ক্যান রিপোর্ট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী রোববার গণমাধ্যমকে বলেছিলেন, মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে।

মন্তব্য করুন: