জয়সোয়ালকে দ্রুত ফেরানোর উপায় বের করার তাগিদ ইংলিশদের

১৯ ফেব্রুয়ারি ২০২৪

জয়সোয়ালকে দ্রুত ফেরানোর উপায় বের করার তাগিদ ইংলিশদের

ঘরের মাঠে নিজের প্রথম টেস্ট সিরিজে খেলতে নেমেই বাজিমাত করেছেন ভারতের যশস্বী জয়সোয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলের অভিজ্ঞ ব্যাটারদের চেয়ে তরুণ এই ওপেনার সফরকারীদের সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাই উত্তরসূরীদের বাঁহাতি এই ব্যাটারের উইকেট দ্রুত তুলে নেওয়ার উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটন।

সোমবার শেষ হয়েছে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। এর মধ্যেই এক সিরিজে ভারতীয় বাঁহাতি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫৪৫ রানের রেকর্ড গড়েছেন জয়সোয়াল। পরপর দুই ম্যাচে হাঁকান বিধ্বংসী ডাবল-সেঞ্চুরি। বিশাখাপত্তনম টেস্টে ২০৯ রানের ইনিংসের পর রাজকোট টেস্টে খেলেন ২১৪ রানের অপরাজিত এক ইনিংস। আর এই দুই ম্যাচ জিতে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়সোয়ালের ভূয়সী প্রশংসা করেন আথারটন। সেখানেই ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ২২ বছর বয়সী এই ওপেনারকে সাজঘরে ফেরানোর উপায় বের করার তাগিদ দেন ইংলিশদের পঞ্চাশ টেস্টে নেতৃত্ব দেওয়া প্রথম এই অধিনায়ক।

সে যখন ছন্দ খুঁজে পায়, তখন সব ধরনের শট সে খেলতে পারে। জিমি অ্যান্ডারসনকে এমন অবজ্ঞা খুব কমই করা হয়েছে, যেমনটা আজ বিকেলে (ম্যাচের চতুর্থ দিন) টানা তিনটি ছক্কা মেরে করা হলো। তাই বলব, সে (জয়সোয়াল) খুবই ভয়ঙ্কর একজন খেলোয়াড়। তাকে যত দ্রুত সম্ভব ফেরানোর উপায় ইংল্যান্ডের খুঁজে বের করতে হবে।”

টেস্টে ভারতের সবচেয়ে বেশি ৪৩৪ রানে জয়ের ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ১২ ছক্কা হাঁকানোর রেকর্ড স্পর্শ করেন জয়সোয়াল। এতদিন এই রেকর্ডের একক মালিকানা ছিল পাকিস্তানের ওয়াসিম আকরামের। এই বিধ্বংসী ইনিংসের পথেই টেস্টের সফলতম পেসার জেমস অ্যান্ডারসনকে ৮৫তম ওভারে পরপর তিনটি ছক্কা মারেন তিনি।

এছাড়াও বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির পর টানা দুই ম্যাচে ডাবল-সেঞ্চুরি হাঁকানো তৃতীয় ভারতীয় জয়সোয়াল। অন্যদিকে, সবচেয়ে কম বয়সে একাধিক দ্বিশতক হাঁকানোর দিক দিয়ে স্বদেশি কাম্বলি ও কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পরেই আছেন ২২ বছর বয়সী এই তরুণ।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add