হার্দিকের নেতৃত্বে খেলা রোহিতের জন্য অস্বস্তিকর হবে

২৪ ফেব্রুয়ারি ২০২৪

হার্দিকের নেতৃত্বে খেলা রোহিতের জন্য অস্বস্তিকর হবে

আইপিএলের সফলতম দুই অধিনায়কের একজন হলেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার শিরোপা জিতিয়েছেন। সেই রোহিতকেই কিনা আগামী আইপিএলে খেলতে হবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে! এক দশক ধরে মুম্বাইকে নেতৃত্ব দেওয়া রোহিতের জন্য বিষয়টি খুব অস্বস্তিকর হবে বলে মনে করছেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।

গত তিন আসরের মধ্যে দুটিতেই লিগ পর্ব থেকে বিদায় নেয় মুম্বাই। সর্বশেষ আসরে তারা প্লে অফ খেলেছিল। এবারের আইপিএল নিলামের আগে গুজরাট টাইটান্স থেকে হার্দিককে একপ্রকার ভাগিয়ে নিয়ে যায় মুম্বাই। এর কয়েকদিন পর মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে হার্দিকের নাম ঘোষণা করা হয়। পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ক রোহিতকে এভাবে সরিয়ে দেওয়ায় ওই সময় বেশ সমালোচনা হয়েছিল। যার রেশ এখনও আছে।

স্টার স্পোর্টসের একটি শোতে বিষয়টি নিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেন, এটা জটিল হতে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া এমন একজন, যার মাঝে আলাদা ভাব আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমেও সে এটা বয়ে নিয়ে যাবে। আর এটা (পান্ডিয়ার নেতৃত্বে খেলা) রোহিত শার্মার জন্য কিছুটা অস্বস্তিকর হবে। কারণ সে হয়তো ভাবতে পারে, অধিনায়ক হিসেবে সে আরও এক বছর সময় পেতে পারত।

২০১৫ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল অভিষেকের পর রোহিতের নেতৃত্বে দলটির হয়ে সব মিলিয়ে ৯২ ম্যাচ খেলেছেন হার্দিক। সেই হার্দিককে অধিনায়ক করাটা সহজভাবে নিতে পারছেন না মাঞ্জরেকার, সূর্যকুমার যাদবের মনেও হয়তো এমন কিছু কাজ করছে, এই মৌসুমে সেও মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে পারত। কিন্তু হার্দিক পান্ডিয়া এসবের কোনো প্রভাব নিজের ওপর পড়তে দেবে না। ব্যাপারটা বেশ বিনোদনের হবে।

একই শোতে ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল বলেন, হার্দিকের ওপর অনেক চাপ থাকবে। এটা চ্যালেঞ্জিং হবে; পাঁচবারের শিরোপাজয়ী অধিনায়কের উত্তরসূরি হওয়া এবং এমন একটি দল যারা ১০ বছর ধরে একটি নির্দিষ্ট ধরনে খেলতে অভ্যস্ত (তাদেরকে নেতৃত্ব দেওয়া)। এই পরিবর্তন হার্দিকের জন্য এবং রোহিত শার্মার নেতৃত্বে খেলতে অভ্যস্ত খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে।

মন্তব্য করুন: