বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতদের স্মরণে বিপিএলে এক মিনিট নীরবতা
১ মার্চ ২০২৪
বৃহস্পতিবার রাতে ঢাকার বেইলি রোডে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডের ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো দেশকে। সেই স্তব্ধতা যেন ছুঁয়েছে বিপিএলের ফাইনালেও। দুর্ঘটনায় হতাহতদের স্মরণে ম্যাচ শুরুর আগে ১ মিনিটের নীরবতা পালন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের খেলোয়াড়রা।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বেইলি রোডের গ্রিন কোজি শপিং মলে আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত ও ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে গ্যালারি ভর্তি দর্শক এবং ফাইনালের দুই দলের সবাই হতাহতদের স্মরণে এই নীরবতা পালন করে।
শিরোপা লড়াইয়ের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালে বরিশাল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও এক পরিবর্তন নিয়ে মাঠে নামে কুমিল্লা। মাথার চোট কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।















মন্তব্য করুন: