হার্দিকের কাছে ক্যারিয়ারের সেরা বছর ২০১৫

হার্দিকের কাছে ক্যারিয়ারের সেরা বছর ২০১৫

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এক মৌসুম আগেই ২০২২ সালে তার নেতৃত্বে অভিষেক আসরেই শিরোপা জিতেছিল গুজরাট টাইান্স। এরপর গত আসরে হয়েছে রানার্সআপ। তবু এই দুই আইপিএল নয়, হার্দিক পান্ডিয়া নিজের ক্যারিয়ারের সেরা বছর হিসেবে বেছে নিলেন ২০১৫ আইপিএলকে।

২০১৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে অভিষেক হয়েছিল হার্দিকের। নিজের অভিষেক আসরেই পেয়েছিলেন শিরোপার স্বাদ। সেবার প্রথম চারটি ম্যাচ হেরে আসর শুরু করেছিল মুম্বাই। পরের ১০ ম্যাচের মধ্যে তারা ৯টিতেই জিতেছিল, যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হার্দিক। সেখান থেকেই তার ক্যারিয়ারের উত্থান। এখন তিনি ভারতের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কত্বও করেছেন।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে হার্দিক বলেছেন, “সেই মৌসুমটা দারুণ ছিল। সেই মৌসুমের জন্যই এখন আমি এই জায়গায় আসতে পেরেছি। আমি ভাগ্যবান যে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছিলাম। কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়ে দুটি ম্যাচের সেরা খেলোয়াড় হতে পারাটা ব্যক্তিগতভাবে বড় প্রাপ্তি ছিল। সেটাই আমার জীবনের সেরা বছর। সেখান থেকেই আমার ক্রিকেট যাত্রা শুরু। গুজরাট থেকে যাওয়া সেই ছেলেটা নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে।”

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। তখন থেকেই তিনি মাঠের বাইরে আছেন। আইপিএল দিয়েই তার মাঠে ফেরার কথা আছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add