‘নকল’ মালিঙ্গাকে বিশ্বকাপে চান আসল মালিঙ্গা

১০ মার্চ ২০২৪

‘নকল’ মালিঙ্গাকে বিশ্বকাপে চান আসল মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা অবসর নিয়েছেন অনেকদিন হলো। তবে তার ছায়া হয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে আরেক মালিঙ্গার। যার নাম নুয়ান তুশারা হলেও পরিচিত পেয়েছেন ক্লোন মালিঙ্গা নামে। একইরকম স্লিঙ্গিং অ্যাকশন ও শরীরের পাশে অনেক নিচু থেকে বল ছাড়ার কারণেই তার এমন নাম। ক্লোন মালিঙ্গা যে কতটা ভয়ংকর সেটা গত শনিবার হাড়ে হাড়ে বুঝেছেন বাংলাদেশের ব্যাটাররা।

সিলেটে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে হ্যাটটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন ২৯ বছর বয়সী তুশারা। তার আগুনে বোলিংয়েই লঙ্কানদের সিরিজ নিশ্চিত হয়েছে। ওই ম্যাচ ছাড়া শ্রীলঙ্কার হয়ে তার পারফরম্যান্সে ছিল যাচ্ছেতাই। বাকি ৬ টি-টুয়েন্টিতে খরুচে বোলিং করে নিয়েছেন মাত্র ২ উইকেট। তবে ঘরোয়া লিগে দারুণ বোলিং করায়  আইপিএল নিলামে রীতিমতো যুদ্ধ করে ৪ কোটি ২০ লাখ রুপিতে তুশারাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গত শনিবার বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুশারার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মালিঙ্গা। লঙ্কান এই পেস গ্রেট লিখেছেন, নুয়ান তুশারার হ্যাটট্রিক ও আজকের চোখধাঁধানো পারফরম্যান্স নিশ্চয়ই পাথিরানার সঙ্গে বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করে দিল। আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দারুণভাবে গড়ে উঠছে আমাদের বোলিং আক্রমণ।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টুয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ৭ জুন ডালাসে এই শ্রীলঙ্কার বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

মন্তব্য করুন: