বাংলাদেশের বিপক্ষেই অবসর, বাংলাদেশের বিপক্ষেই টেস্টে প্রত্যাবর্তন হাসারাঙ্গার

১৯ মার্চ ২০২৪

বাংলাদেশের বিপক্ষেই অবসর, বাংলাদেশের বিপক্ষেই টেস্টে প্রত্যাবর্তন হাসারাঙ্গার

গত বছরই টেস্ট ক্রিকেট থেকে হুট করেই অবসর নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ হওয়ার রেশ কাটতে না কাটতেই অবসর ভেঙে আবারও ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে ফিরছেন এই লেগ-স্পিনিং অল-রাউন্ডার। ফলে তাকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল সাজিয়েছে শ্রীলঙ্কা।

সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজটির জন্য ১৭ জনের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। দিমুথ করুনারাত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিসের মতো অভিজ্ঞদের নিয়ে বেশ শক্তিশালী দলই নিয়ে মাঠে নামবে লঙ্কানরা।

গত বছরের আগাস্টে সাদা বলের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে টেস্টকে বিদায় জানান হাসারাঙ্গা। সাদা পোশাকে এখন পর্যন্ত ম্যাচ খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই লেগ-স্পিনার। ইনিংসে উইকেট কেবল ৪টি, সেটিও নিয়েছেন ইনিংসে। গড় ১০০ দশমিক ৭৫!

আরও পড়ুন: টেস্ট সিরিজের দলে নতুন মুখ নাহিদ, ফিরেছেন লিটন

২০২১ সালের এপ্রিলে হাসারাঙ্গা সবশেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। পাল্লেকেলেতে নাজমুল হোসেন শান্ত তখনকার অধিনায়ক মুমিনুল হকের জোড়া শতকের সেই ম্যাচে বল হাতে একদমই নিষ্প্রভ ছিলেন তিনি। এবার একই দলের বিপক্ষে সাদা পোশাকের ক্যারিয়ার পুনর্জীবিত করতে যাচ্ছেন।

দলে ফিরেছেন আরেক পেসার লাহিরু কুমারা। গত বছরের মার্চে নিউ জিল্যান্ড সফরে এই পেসার সবশেষ টেস্ট খেলেন। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডেতে খেলেন তিনি।

২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্তর্ভুক্ত এই সিরিজ শুরু হবে আগামী ২২ মার্চ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় শেষ টেস্ট। এবারের বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা - টি-টুয়েন্টি সিরিজ জিতলেও একই ব্যবধানে ওয়ানডে সিরিজটি হেরেছে।

শ্রীলঙ্কা টেস্ট দল:

ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিতা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

মন্তব্য করুন: