সাকিবকে নিয়ে কথা বলতে রাজি নন শ্রীলঙ্কা অধিনায়ক

২৯ মার্চ ২০২৪

সাকিবকে নিয়ে কথা বলতে রাজি নন শ্রীলঙ্কা অধিনায়ক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডারের দলে ফেরা মানে দুজনের ভূমিকা পালন করা। স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজায়। তবে শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা যেন সাকিবকে পাত্তাই দিতে চাইলেন না।

চট্টগ্রাম টেস্টের আগের দিন শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়াকে প্রশ্ন করা হয়- বাংলাদেশ দলে ফেরা সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে কেমন ভূমিকা রাখতে পারেন? জবাবে ধনাঞ্জয়া বলেন, “এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না।”

সাকিব ফেরায় বাংলাদেশ দলের স্পিন আক্রমণের শক্তিবৃদ্ধি নিয়েও ধনাঞ্জয়া একই উত্তর দিয়েছেন, “আগেই বললাম, ম্যাচের আগে বলতে পারব না।”

সাকিবকে নিয়ে লঙ্কানদের পরিকল্পনা জানতে চাইলে ধনাঞ্জয়া ছোট্ট করে বলেন, “আমি এখন বলতে পারব না (হাসি)।” 

এরপর এক সাংবাদিক জানতে চান, ধনাঞ্জয়া কেন সাকিবের ব্যাপারে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না? জবাবে হাসতে হাসতে ধনাঞ্জয়া আবার বলেন, “আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত।”

মন্তব্য করুন: