চট্টগ্রাম টেস্ট জয়ের লক্ষ্যে সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ

৩১ মার্চ ২০২৪

চট্টগ্রাম টেস্ট জয়ের লক্ষ্যে সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার বিশাল স্কোরের জবাবে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। ৪৭ রানের উদ্বোধনী জুটির পর ১ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনো তারা ৪৭৬ রান পিছিয়ে আছে। ম্যাচের প্রেক্ষাপট বলছে, ৪০-৫০ রানের জুটি দিয়ে বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট বাঁচাতে পারবে না। এজন্য লম্বা সময় ব্যাটিং করার সক্ষমতা থাকতে হবে। রোববার দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যাটিং কোচ ডেভিড হেম্প এই লক্ষ্যের কথাই জানালেন।

সংবাদ সম্মেলনে এসে ডেভিড হেম্প বলেন, আমরা এখনো জেতার কথা চিন্তা করেই খেলছি। শুনতে হয়তো অদ্ভুত লাগছে। কারণ, আমরা ৪৮০ রানে (আসলে ৪৭৬) পিছিয়ে আছি। তবে আপাতত আমাদের আগামীকালের দিনটা পার করতে হবে। যদি তা করতে পারি, আমরা পরের দিনটাও সামলে নেব। যদি তা করতে পারি, তাহলে যেকোনো কিছুই হতে পারে। প্রথমত, আমাদের আগামীকালের তিন সেশন জিততে হবে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যথেষ্ট ব্যাটিংসহায়ক। তবে তৃতীয় দিন সকালে বাংলাদেশি ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে নতুন বল। ব্যাটিং কোচের ভাষায়, নতুন বল সব সময় হুমকির। ছেলেরা এ নিয়ে যথেষ্ট অনুশীলন করছে। কী ভালো সিদ্ধান্ত নিচ্ছি? রান করার সুযোগগুলো নিতে পারছি? পা সামনে বা পেছনে যাচ্ছে তো? উইকেট অনুযায়ী ব্যাটিং করতে পারছি? খেলাটা সব সময়ই বদলাচ্ছে। আমাদের নিজেদের পারফরম্যান্সে সততার সঙ্গে দৃষ্টি দিতে হবে এবং খেলাটাকে সামনে এগিয়ে নিতে হবে।

কঠিন এই লক্ষ্য পূরণে শিষ্যদের ওপর আস্থা রাখছেন হেম্প, ওরা ভালো খেলোয়াড়। এখন তাদের ভালো সিদ্ধান্ত নিতে হবে, কোন বলটা মারতে হবে, কোনটা থামাতে হবে, তা দেখতে হবে। ভালো দলের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেয় এবং সেটা লম্বা সময় ধরে নেয়। আপনাকে বোলারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

মন্তব্য করুন: