সাকিবের চেয়েও বেশি আয় শান্তর, ভাতা বেড়েছে ১৫০ শতাংশ

৩ এপ্রিল ২০২৪

সাকিবের চেয়েও বেশি আয় শান্তর, ভাতা বেড়েছে ১৫০ শতাংশ

শ্রীলঙ্কার কাছে বুধবার চট্টগ্রাম টেস্ট হেরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন বিব্রতকর আবহের মাঝেই জানা গেল, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ভাতা ১৫০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায়, যা সম্প্রতি এসেছে গণমাধ্যমে।

২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তিন সংস্করণেই আছেন শান্ত। এ+ ক্যাটাগরির হিসেবে তার বেতন ৭ লাখ ৯০ হাজার। আগে নেতৃত্ব ভাতা ছিল ৪০ হাজার টাকা। সেটা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ। সুতরাং বেতন-ভাতা মিলিয়ে শান্তর আয় ৮ লাখ ৯০ হাজার টাকা, যা বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের চেয়েও বেশি। তিন ফরম্যাটে চুক্তিবদ্ধ সাকিব পান ৭ লাখ ৯০ হাজার টাকা।

ওই বোর্ড সভায় সহ-অধিনায়কের ভাতাও ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখন কোনো সহ-অধিনায়ক নেই। এবার ক্রিকেটারদের বেতন না বাড়ানো হলেও বেড়েছে ম্যাচ ফি। সর্বোচ্চ ২ লাখ টাকা বেড়েছে টেস্ট ক্রিকেটে, ১ লাখ টাকা বেড়েছে ওয়ানডেতে আর টি-টুয়েন্টিতে বেড়েছে ৫০ হাজার টাকা।

মন্তব্য করুন: